Header Ads

ভারতীয় রেল যোধপুরের যাত্রীর ব্যাগ চুরির সব টাকা ফেরত দেয় নি

নয়া ঠাহর ,গুয়াহাটি রাজস্থান এর যোধপুর থেকে  মিলিটারি ইনজিনেরিং বি ভাগের অফিসার মিলন সেনগুপ্ত বছর ।কয়েক বছর আগে গুয়াহাটি  তার মামা অমল গুপ্তের কাছে আসার সময় মূল্যবান  সম্পত্তি থাকা ব্যাগ সংরক্ষিত  কামড়া থেকে চুরি যায় ।ভারতীয় রেল ক্ষতিপূরণ হিসেবে পূর টাকা দেয়নি। সামান্য কিছু টাকা ধরিয়ে দেয়।সেই ব্যাগে   মূল্যমান ক্যামেরা সহ দামী সামগ্রী ছিল রেলের কাছে দাবি করা হয়েছিল ।  সাধারণ যাত্রীদের ট্রেনে রাতে নিরাপত্তার ব্যবস্থা নেই।।   মোদী জমানা বিলাসী ট্রেন চালাচ্ছে ।   মাস খানেক আগে ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি সুপার first express ট্রেনে  শয়ে শয়ে যাত্রী ঢুকে গেল।টয়লেট সব জ্যাম ভর্তি আবর্জনা   ভরে গেলো।। রেল কিছুই করেনি।  বহু উদাহরণ আছে।ভারতীয় রেল সাধারণ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করুক তারপর বিলাসী ট্রেন   চালাবেন। টিকিট রিজার্ভেশন নিয়ে দূর্নীতি, সিনিয়র সিটিজেন দের আসন নিয়ে দূর্নীতি ,  কোথায় নেই রেলের দূর্নীতি .ভারতীয় সংবিধানে সব যাত্রীর পরিস্কার পরিচ্ছন্ন  পানীয় জল থাকা কামড়া তে সফর করার অধিকার আছে  ।। মোদির  বিলাসী ট্রেনের প্রয়োজন নেই।সে কথা যেন তৃতীয়বারের মোদী সরকার  মনে রাখে।  হঠাৎ বাজারে আগুন লেগে গেল তেল ,আলু পেঁয়াজ সব সবুজ সবজি কেজি তে 10,15টাকা বেড়ে গেল।  আর দেশের সংসদদের ক্যান্টিন খাবার   সস্তা হল। গরীব আমজনতা  কোথায়  যাবে।  দেশের 65, 70বছরে বৃদ্ধদের বেঁচে থাকার সব অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।  সেই অধিকার  ফিরিয়ে দেওয়া হোক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.