Header Ads

পরিস্কার পরিচ্ছন্ন ট্রেন পাওয়ার অধিকার সাংবিধানিক অধিকার

নয়া ঠাহর গুয়াহাটি :১২৫০৯ ব্যাঙ্গালোরে - গুয়াহাটি এক্সপ্রেস  ট্রেনের ৭ঘণ্টা ট্রেনের মধ্যে শতাধিক।  টিকিট  বিহীন বাইরের যাত্রী খুশি মত সংরক্ষিত  কোটা   যাত্রীদের র আসন গুলি জবর দখল  করে  কিশোনগঞ্জ   ধুপ গুড়ি   স্টেশন এসে নেমেগেল । কোথায় ছিল নিরাপত্তা দেখা পুলিশ ?ব্যাঙ্গালোর থেকে বিনা টিকিটে কি করে এতদূর এলো? টয়লেট  ঢোকা যায়না আবর্জনা সব কমোড ভর্তি জল নেই দুর্গন্ধ ছড়াচ্ছে  বয়স্ক পুরুষ মহিলারাদের কি করুন অবস্থা একবার ভেবে দেখুন। এর মধ্যে বাইহাটা স্টেশন এ মোদী সায়েবের স্বপ্ন দেখা বিলাসী ট্রেন পাশ করলো। আর ৭-৮ ঘণ্টা লেট থাকা  বিনা জলের ট্রেনের  আবর্জনার   স্তূপ  দুর্গন্ধ  কে সঙ্গী করে  আমরা বয়স্ক  যাত্রীরা  দম বন্ধ অবস্থায় পড়ে থাকলাম।  মোদির শপথ গ্রহণ  হবে আবার মোদির গ্যারান্টি  শুরু হবে। আর দেশের সাধারণ যাত্রী এই তথাকথিত  জল হীন  ট্রেনের  টিটি বাবুদের আশীর্বাদ পাওয়া টিকিট বিহীন যাত্রীদের ফেলা আবর্জনায়  নোংরা পরিবেশ  অস্বাস্থ্যকর দুর্গন্ধ আর কতদিন  থাকতে হবে?    ৬জুন ছেড়েছিল ৮জুন   অসুস্থ অবস্থায়   পৌছালাম ।  সাধারণ জল হীন আবর্জনা ভরা ট্রেন  করে বিভাজন  করবেন না পরম পূজনীয় প্রধাণমন্ত্রী।  দেশের বয়স্ক নাগরিকদের কথা ভাবুন একবার।   অমল গুপ্ত ,সংবাদিক  গুয়াহাটি  অসম    এত দুরবস্থার পর বাইহাটা স্টেশন ট্রেন টিকে ঘন্টা খানেক রেখে দেওয়া হল  মোদির বিলাসী ট্রেন পাশ করানো হল. এই  অভিশপ্ত ট্রেনে বসেই আমার কলম।দুদিন নিয়মিত ঔষধ পত্র খাওয়া হয়নি।অসুস্থ হয়ে আজও ট্রেনে।  সরাইঘাট সুপার এক্সপ্রেস ট্রেন পাস করানোর জন্যে আমাদের ট্রেন টিকে বসিয়ে রাখা হল।দুদিন ধরে  যাত্রী  হয়ে বসে থাকলাম। কবে ফিরব ?শেষ পর্যন্ত বেলা  ৩  টা তে বড় যন্ত্রনা নিয়ে দিস পূর ফ্ল্যাট পৌছালাম। রেল কে অসংখ্য ধন্যবাদ।




 














কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.