Header Ads

বৃষ্টি অরণ্য রক্ষার উপর জোর নেচারস বেকনের

অমল গুপ্ত ,অসম দেশের মধ্যে বিশাল অরণ্য জৈব বৈচিত্র্য আজ ঝুঁকির মুখে তিন সুকীয়া  দিব্রুগর জেলার মধ্যে অন্তর্ভুক্ত দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান  আজ নানা প্রতিকূলতা সন্মুখীন হয়েছে। 34বর্গ কিলোমিটারে বৃষ্টি স্নাত অরণ্য কে রক্ষার  তাগিদে নেচার বেকনের কর্ণধার সৌম্য দ্বীপ দত্ত উদ্যেগে বিজ্ঞান ভবনে এই সেমিনার আয়োজন করা হয়েছিল। পদ্মশ্রী অজয় দত্ত সহ বিশিষ্ট প্রকৃতিপ্রেমী অংশ গ্রহন করেন। বিশ্ব রেন ফরেস্ট দিবসের অংশ হিসাবে অসমের  অগ্রণী প্রকৃতিপ্রেমী সংগঠন নেচার বেকন 24জুন তিনদিন ব্যাপি সেমিনার আহ্বান করে অসমের বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশ  বৃষ্টি অরণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অসমের অরণ্য সম্পদ ক্রমশঃ বিলুপ্তির পথে    উজানের পটকাই   অরণ্যে বেআইনি ভাবে কয়লা খনন চলছেই।  বৃষ্টি অরণ্য বাঁচিয়ে রেখেছে বহু প্রাণী সাদা ডানার বুনো হাঁস তাও   রক্ষা করা যাচ্ছে না। হলং গাছ  বিপন্ন প্রজাতি বুনো হাঁস এর আশ্রয় স্থল তাও ধ্বংসের মুখে।সবুজ চাবাগান যেন ফিকে হয়ে গেছে। বিপন্ন প্রজাতির গণ্ডার কাজিরাঙ্গা  কে আধুনিক সভ্যতা গ্রাস করেছে।রাজনীতিবিদ দের পাঁচ তারা হোটেল নির্মাণ করে ব্যবসা কর শুরু করেছে।  কাজিরাঙা অরণ্যে প্রতিদিন প্রায় 300সাফারি চলে।পেট্রোল।ডিজেল  কার্বন গ্রাস করছে 800বর্গ কিলোমিটারে  সবুজ উদ্যান   সবুজ পাতা শুকিয়ে যাচ্ছে মরে  যাচ্ছে।ব্যাটারি চালিত জীপ সাফারি  চালালে কার্বন বিষ কমবে। জাতীয় উদ্যান মধ্যে 37নম্বর সড়ক 24ঘন্টা গাড়ি চলে    70,80ডেসিবেল বিকট শব্দ  রাতের অন্ধকার চিরে  গভীর ঘুমে আচ্ছন্ন জীবকুলের শান্তি ভঙ্গ করছে। অজানা ভয়ে  কাঁপতে থাকে। দেশের প্রকৃতি প্রেমীদের চিন্তা আছে কি।নেচার বেকন এই জরুরি বিষয়ে   দাবী তুলবে বলে মনে করি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.