লোকসভা ভোট প্রমাণ করেছে ভারত হিন্দু রাষ্ট্র নয় : অমর্ত্য সেন
অমল গুপ্ত ,গুয়াহাটি: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ আধারে তৈরি হয়েছে।আমাদের আরো রাজনৈতিকভাবে খোলামেলা মানসিকতার হতে হবে। কারণ ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও ধর্মনিরপেক্ষ সংবিধান আছে। কলকাতায় গতকাল বলেন ব্রিটিশ আমলে আমার ছোটবেলায় আমার অনেক কাকা আর ভাই কে কারাগারে রাখা হয়েছিল আশা করেছিলাম ,ভারত স্বাধীন হল এসব থেকে মুক্তি মিলবে।এর জন্যে কংগ্রেসও দায়ী। তারাও পরিবর্তন করেনি।বর্তমান সরকার আমলে এর প্রচলন আরও বেশি হয়েছে।বলেন নতুন সরকার গঠন হলে ও বিনা বিচারে মানুষকে জেলে পুরে রাখা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে বলেন নতুন সরকার গঠিত হলে নতুন আশা জন্মে মানুষে র মনে। ধনী দরিদ্র মধ্যে ফারাক কমবে ত হলনা। মোদী সরকারের কেবিনেট মন্ত্রক বন্টন হল আগের মন্ত্রিসভার সঙ্গে কোনো ফারাক নেই। ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে সরকার কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করলো ।মহাত্মা গান্ধী রবীন্দ্র নাথ ঠাকুর নেতাজি সুভাষ বসুর ভারতে টা হয়নি ভারতের আসল পরিচয় ঢেকে দেবা চেষ্টা হচ্ছে।
কোন মন্তব্য নেই