দেশে প্রাথমিক প্রবণতা বিজেপি জোট, ইন্ডিয়া জোট মুখোমুখি লড়াই , প্রধাণমন্ত্রী ভোটে পিছিয়ে পরে এগিয়ে থাকেন
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: দেশের ৫৪৩ টি আসনে ভোট গণনা শুরু হয়েছে। ইন্ডিয়া ও এন ডি এ জোট প্রাথমিক ফলে দেখা যাচ্ছে মুখ মুখি লড়াই চলছে। একসময় বেলা ৯, ৩০সময় প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী বারানসি কেন্দ্রে ৬,২২৩, ভোটে পিছিয়ে ছিলেন। পরে অবশ্য এগিয়ে থাকেন। রাহুল গান্ধী দুটি কেন্দ্রে ৮হাজারের বেশী ভোট পেয়ে এগিয়ে আছেন।বেলা ১০, ১৫পর্যন্ত কোন আসনে চূড়ান্ত ফল প্রকাশ পায়নি।৫৪৩ আসনের মধ্যে একমাত্র গুজরাটের সুরাট কেন্দ্রের প্রার্থী বিনা লড়াই জয় লাভ করেন। ৩৭০ লাগু করার পরও জম্মু কাশ্মীর এর ভোটাররা প্রাণ খুলে ভোট দেন। পশ্চিম বঙ্গের মানুষ রাজ নৈতিক সচেতন হলেও বিনা কারণে অশান্তি করার ,মারডাঙ্গা করার মানসিকতা থেকে মুক্ত হতে পারে নি। সব বাঙালি একই মানসিকতা। যার জন্যে এই জনগোষ্ঠী সার্বিক ভাবে পিছিয়ে পড়ছে।আজ দেওয়ালে পীঠ ঠেকে গেছে। ভোট গণনার দিন ভাঙ্গোরে বোমা ফেটে ৫জন আহত হয়েছে।সন্দেশখালী তে অশান্তি চলছে। আবার ১৪৪ধারা জারি করা হয়েছে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তাই অশান্তি হবেই। আজ ভোট শেষ হতে বাকি থাকতে নির্বাচন দাঙ্গা শুরু হয়ে গেছে ।বিজেপি প্রার্থী রেখা পাত্র যাতে জিততে না পারে তার জন্যে পুলিশ নানা ভাবে মানসিক অত্যাচার চালিয়েছে বলে রেখা অভিযোগ করেছেন।বেলা ১০ পর্যন্ত বিজেপি জোট ৩০০ পার করেছে ইন্ডিয়া জোট ২০০ পার করেছে। চূড়ান্ত ফল পেতে আরো ঘন্টা চারেক অপেক্ষা করতে হবে।বেলা ১ টা পর্যন্ত বিজেপি জোট এন ডি এ ২৯৫ আর কংগ্রেস জোট ইন্ডিয়া পাচ্ছে ২৩০ টি ভোট। অসমে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বহু ভোটে এগিয়ে আছে।গৌরব গগৈ এগিয়ে , বদরউদ্দিন আজমল পিছিয়ে ধুবরি থেকে রকিবুল হোসেন এগিয়ে। অসমে ১৪ টি আসনের মধ্যে ১২ টি পাবে বলে মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবী করেন। দিলীপ শইকিয়া এগিয়ে আছেন। । নওগাঁ কেন্দ্রে প্রদুইট বর্দূত দলই বহু ভোটে এগিয়ে। রঞ্জিত দত্ত এগিয়ে।করিমগঞ্জ কেন্দ্রে হাফিজ রশিদ চৌধুরী এগিয়ে আছেন।তার জেতার সম্ভবনা উজ্জ্বল। ফনী ভূষণ চৌধুরী এগিয়ে আছেন। পরিমল সুক্ল বৈদ্য অনেক ভোটে এগিয়ে।ভোটের সঙ্গে শেয়ার বাজার পতন ঘটেছে। অসমে ৮টি বিজেপি,৪টি কংগ্রেসে একটি এজিপি এগিয়ে । পশ্চিমবঙ্গে নির্বাচন দাঙ্গা হবেই আগে পরে হবেই। যা শুরু হয়ে গেছে।কারণ বাঙালি প্রধান রাজ্যের মানুষ শান্তি চায়না । গুজরাটের ক্রিকেটার ইউসুফ পাঠান কোনোদিন জেলাতে আসেননি। বাংলা ভাষা জানেন না তিনি অধীর কে 72হাজার ভোট পেয়ে জয় লাভ করেন।
কোন মন্তব্য নেই