Header Ads

৪ জুন ভোটের ফল,আজ এক্সিট সম্ভাব্য ফল ৪০০ আসন বিজেপি পাচ্ছেনা

নয়া ঠাহর , অমল গুপ্ত,কোলকাতা:আজ দেশের লোকসভার  ৫৪৩  টি আসন বা শেষ নির্বাচন পর্ব  শেষ হল। ঘন্টা দুয়েক পর দেশের বিভিন্ন টিভি চ্যানেল এক্সিট পোল  বা সম্ভাব্য ফল প্রকাশ করে দিল। অধিকাংশ চ্যানেল বিজেপি দলকে ৪০০ আসন দেয় নি। ৩৪৫ -৬৫ টি আসন দিচ্ছে।পশ্চিমবঙ্গে লোকসভার ৪২ টি আসনের  মধ্যে  বিজেপি দলকে সি  ভোটার ২৩ থেকে,২৭ আসন  দিচ্ছে।।তৃনমূল দলকে  দিচ্ছে ১৩ থেকে ১৭টি আসন।তৃনমূল ৪১,৫শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করা হচ্ছে।বিজেপি ৪২,৫ শতাংশ   ভোট পেয়েছে।কংগ্রেস -বামপন্থী জোটকে সি ভোটার দিয়েছে ১ থেকে ৩টি আসন।  সি  ভোটের সমীক্ষা তে এন ডি এ পেয়েছে ৩৫৩ থেকে ৩৮২ টি। ইন্ডিয়া  জোট পেয়েছে ১৫৩ থেকে ১৮২ টি আসন।সমীক্ষক সংস্থার ফলাফল যে ১০০শতাংশ  মিলে যাবে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই । তবে পূর্বা ভাস বলা যেতে পারে। আগামী ৪জুন সব চুড়ান্ত ফল বেরোবে। তার আগে শুধু সম্ভাব্য  হিসাব নিকাশ,  অপেক্ষা করতে হবে ৪, জুন পর্যন্ত। ভোট হওয়ার ঘন্টা দুয়েক পর হাজার পাঁচেক ভোটারের ব্যক্তিগত মতামত নিয়ে  ফল লাভের  চেষ্টা হয়। যাকে বুথ ফেরৎ সমীক্ষা বলা হয়। সব ফল  কে যোগ করে সম্ভাব্য ফল পাওয়ার চেষ্টা করা হয়। এবি পি আনন্দ - সি ভোটের সমীক্ষা মতে বিজেপি জোট বা এন ডি এ পাবে ৩৩৯-৩৯৬, ইন্ডিয়া জোট১৩৯-১৮৯ অন্যান্য দল ৪-১২টি, ইন্ডিয়া নিউজ -di ডায়নামিক মতে  বিজেপি জোট ৩৭১ ইন্ডিয়া জোট ১২৫ , অন্যান্য দল ৪৭ টি, এক্সিস মায় india-  ইন্ডিয়া টুডে মতে বিজেপি জোট ৩৬১-৪০১, ইন্ডিয়া জোট ১৩১-১৬৬ টি অন্যান্য ৮-২০টি, নিউজ নেশন মতে ৩৪২-৩৭৮, ইন্ডিয়া জোট ১৫৩-১৬৯, অন্যান্য দল ২১ -২৩ টি আসন,রিপাবলিক ভারত- মাট্রিজ মতে বিজেপি জোট ৩৬৮, ইন্ডিয়া জোট১২৫ , অন্যান্য ৫০  টি, রিপাবলিক টিভি - পি মার্ক মতে ৩৫৯, ইন্ডিয়া জোট ১৫৪ , অন্যান্য ৩০, টুডে চাণক্য মতে বিজেপি জোট বা এন ডি এ ৩৮৫-৪১৫, ইন্ডিয়া জোট ৯৬ ১১৮ টি  অন্যান্য দল পাবে ২৭-৪৫ টি আসন।অরুণাচল প্রদেশে বিজেপি পেয়েছে ৪২ টি আসন।এন পি পি ৮টি আসন।কংগ্রেস -০ কংগ্রেসের সভাপতি খর্গে  এক্সিট পোল মানতে রাজি হননি। রাহুল গান্ধী বলেছেন মোদীর মিডিয়ার কারসাজি। ভোটের সমাপ্তি  ঘটলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরওয়ালা কে আগের শর্ত মেনে  জুডিশিয়াল বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৫জুন পর্যন্ত। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় বলেন বুথ ফেরত সমীক্ষা বিশ্বাস কারিনা ,এটা ভেগ ও ফেক।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.