Header Ads

আন্তর্জাতিক প্রেস স্বাধীনতা দিবস

অমল গুপ্ত  20   জুন -,গুয়াহাটি আজ বিশ্বে আর্ন্তজাতিক প্রেস স্বাধীনতা দিবস উদযাপন। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষ্যে রাজ্যের সংবাদ প্রেমী সাংবাদিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অসম তথা বিশ্বে গনতন্ত্রের  স্তম্ভ  সংবাদ মাধ্যম আজ চ্যালেঞ্জের মূখে। দাঁড়িয়ে।বিশ্বে প্রেস স্বাধীনতার ক্ষেত্রে ভারতের স্থান অনেক তলে।।মূলত পশ্চিম বঙ্গ এবং অসমে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না। অবহেলা করেন। অবজ্ঞা  করেন।।আগে সাংবাদিকরা প্রধানমন্ত্রী সঙ্গে বিদেশ সফরের সুযোগ পেতেন।এখন পান না।দুই রাজ্যে অধিকাংশ সাংবাদিকের নিয়োগ পত্র নেই  সময় মত ন্যূনতম মজুরি ও পান না। চুক্তি মত এক জন দিনমজুরি হিসেবে কাজ করেন।সংবাদ সেবীর  জীবনে নিরাপত্তা নেই। অসম সরকার 60বছরের উর্দ্ধে 20বছর সরকার অনু মদিত( accrediated জার্নালিস্ট ) স্বীকৃতি পত্র থাকলে পেনশন দিচ্ছে।  টা গত  দুবছর  বন্ধ আছে।  পশ্চিম  বঙ্গে তাও নেই। অবস্থা আরো খারাপ।প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রাণ দিচ্ছে।   দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল কিন্তু হিংসা কমলো না। হিংসা চলছেই অধিকাংশ ক্ষেত্রে সংবাদ মাধ্যম কে অপরাধী সাজানো  হচ্ছে। সংবাদিকর সুবিচার পাচ্ছেনা।  গুহাহাটি প্রেস ক্লাব, ডিসপুর প্রেস ক্লাবের  উপদেষ্টা অমল গুপ্ত রাজ্যের সাংবাদিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ডিসপুরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায় ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।( । নয়া ঠাহর সম্পাদক  অমল গুপ্ত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে  news Post করেন তার goldbladar স্টোন অপারেশন হবে চিকিৎসা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.