Header Ads

মধ্যপ্রদেশের "বেপম "কেলেঙ্কারি , বঙ্গের শিক্ষা দূর্নীতি কে ছাপিয়ে গেল মেডিক্যাল ২৪ লাখ প্রার্থীর হাজার কোটির নিট পরীক্ষা

অমল গুপ্ত ,গুয়াহাটি:  স্বাধীন ভারতে   কোনো দিন দেশ প্রেমী  সরকার গড়ে উঠেনি। এক মিথ্যা অসৎ  কাঠামো র উপর গড়ে উঠেছে। আমাদের সবার প্রাণের নেতা সুভাষ চন্দ্র বোস বলে গেছেন দেশ কোনোদিন স্বাধীন হলেও   নীতিহীন দেশে কম করে দশ বছর কড়া হাতে একনায়ক  তন্ত্র কায়েম করতে হবে। সেই নেতাজি কে দূরে  করে দেওয়া হয়েছে। দুর্নীতিগ্রস্ত নেতারা মসনদে বসেছে। দেশে মানুষের মধ্য সৎ বিবেক বোধ গড়ে  উঠেনি।  দেশের নাগরিক দের  ব্যাক্তিগত লোভ লালসা অসততা চূড়ান্ত পর্যায়ে পৌছিয়ে ছে। অভিভাবক  দের অধিকাংশ   মেধা হীন 
সন্তানদের দূর্নীতি  গ্রস্ত করছে  একাংশ অসাধু  ডাক্তার দের পাশে বসানোর লক্ষ্যে  লাখ লাখ টাকা  ব্যয় করছে। গুজরাট, উত্তর প্রদেশ , বিহার , হরিয়ানা, ঝাড়খণ্ড , রাজস্থান, উড়িষ্যা  সহ কয়েকটি রাজ্যের ডাক্তারি পরীক্ষার   সর্ব ভারতীয়  প্রবেশিকা পরীক্ষা নিট ২০২৪ সালে  ২৪ লাখ  প্রার্থী দের অভিভাবক   বা  প্রতি সাব্জেক্ট  জন্যে ১০থেকে ১৫,,লাখ টাকা, প্রার্থীর বদলে অন্য কেউ লিখে দেওয়ার  যাদের "সলভার গ্যাং"  বলা হচ্ছে। তার  জন্যে ১৫,লাখ টাকা  ।উত্তর লেখার জন্যে   ও এম আর   শিট ও  সঠিক উত্তর লিখে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। তারজন্যে আরও লাখ টাকা দেওয়া হয়। চার টি  সাবজেক্ট জন্যে এক এক জন প্রার্থী ৬০ থেকে ৮০লাখ টাকা দিয়েছে দালালদের ।সব নিয়ে হাজার কোটি ছড়িয়ে যাবে।ব্লাঙ্ক চেক  টাকা দেওয়া হয়। হোয়াট অপস ,টেলিগ্রাম করে প্রার্থীদের আগাম ঘোষণা  করে জানিয়ে দেওয়া হয়েছিল।সন্তানদের অসাধু ডাক্তার বানানোর লক্ষ্যে অসাধু অভিভাবক লাখ লাখ টাকা ব্যয় করতে ইতস্তত বোধ করছেন না।  পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী বসু  সিবিআই ইডি কেদিয়ে তদন্তের দাবি তুলেছেন। দেশের ডাক্তাররা আজ আর সৎ নন সকালে সরকারি হাসপাতাল সৎ ভাবে চিকিৎসা করেন আবারএকই ডাক্তার বিকালে প্রাইভেট নার্সিং হোমের রুগীদের গলা কাটে। লাখ লাখ টাকা বিল করেন। রুগীকে সুস্থ করে তোলার শপথ নেন আবার জাল ঔষধ খাইযে মারেন।  এই অসৎ সম্পদ শালী অভিভাবকরা 
  সন্তানদের তথাকথিত ডাক্তার বানাবার জন্যে লাখ লাখ টাকা ঘুষ  দিয়ে অসৎ শ্রেণী ডাক্তার বানাচ্ছেন।তারই চরম পরিণতি নিট পরীক্ষা।দিল্লী হাই কোর্ট আজ নিট কর্তৃপক্ষ কে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।






 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.