Header Ads

ভারত বর্ষ বিশ্বের কাছে মডেল দাবী প্রধাণমন্ত্রী র

অনেক দেশের কাছেই ভারত এখন মডেল: প্রধানমন্ত্রী
 মৌমিতা দাস ,কান্দি 
একদা ভারতের স্বাধীনতা সংগ্ৰাম পরাধীন অনেক দেশকে উদ্বুদ্ধ করেছিল। এখন ভারতের প্রশাসনিক মডেল বিশ্বের অনেক দেশের কাছে মডেল হয়ে উঠেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে করোনার কঠিন সময়ে ভারতের সফল প্রচেষ্টার ফলে সব দেশ সাহস পেয়েছে। তারা ভারতের সহযোগিতাও পেয়েছে। কন্যাকুমারীতে ধ্যানের পরে‌ দিল্লিতে ফেরার পথে বিমানে বসে দেশবাসীর উদ্দেশে লেখা  এক বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। 
       বার্তায় মোদী জানিয়েছেন ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে টেনে তুলেছে তাঁর সরকার। জনভিত্তিক সুশাসনের মতো অভিনব পরীক্ষা-নিরীক্ষা নিয়ে গোটা বিশ্বে আলোচনা হচ্ছে। মোদীর কথায় গরিবের ক্ষমতায়ন থেকে শুরু করে সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার অগ্রধিকার ও আমাদের প্রচেষ্টা আজ গোটা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে উঠেছে। তাঁর মতে ভারতের উন্নয়ন ও উত্থান  গোটা বিশ্বে ভারতের সহযোত্রী সব দেশের পক্ষেই ঐতিহাসিক সুযোগ। জি ২০ শীর্ষ সম্পেলনের পর থেকেই ভারতের ভূমিকাকে বিশ্ববাসী আরও বেশি স্বাকার করছেন। এখন ভারত গ্লোবাল সাউথ গোষ্ঠীর এক গুরুত্বপূর্ণ কন্ঠস্বর হিসাবে স্বীকৃত। দিল্লির চেষ্টার ফলেই আফ্রিকার ইউনিয়ন জি২০ গোষ্ঠীর অংশ হয়েছে। তা সব আফ্রিকান দেশের জন্যই ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ উপায় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.