Header Ads

দেশে বর্ষার মরশুমে আম ,জাম, কাঁঠাল, খেজুর বেল শাহ বহু ফল জন্মে তাদের বীজ নষ্ট না করে ছড়িয়ে দেওয়ার পরামর্শ

অমল গুপ্ত ,গুয়াহাটি দেশে বর্ষা র প্রাক মুহূর্তে ও দাব দাহ চলছে।স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে না। গাছ পালা সব পুড়ছে। দেশকে  জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে নবনির্বাচিত ৫৪৩জন সাংসদ কে কাজে লাগানো উচিত ।তবে দেশ বাঁচবে। দেশের ৭৫বছরেও দেশের চরিত্র গড়ে ওঠে নি। জন প্রতিনিধি র অধিকাংশ  অসৎ প্রকৃতির।দেশ ও দশের প্রতি দায়িত্ব ও কর্তব্য  পালন করেনা। দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রকৃতিপ্রেমী পান্না লাল দাশ গুপ্ত অসমের প্রেক্ষাপটে কিছু পরামর্শ দিয়ে গেছেন।তিনি অসমে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলে গেছেন অসম নদী মাতৃক অঞ্চল বহু নদ নদী জলাশয় আছে।যদি হেলিকপ্টার যোগে নানা  ফল মূলের বীজ নদী কিনারে ছড়িয়ে দেওয়া হয়। তবে অসম সবুজ হয়ে যাবে পরিবেশ দূষণ হবে না।আমার সাংবাদিক জীবনের  অভি জ্ঞতার প্রেক্ষিতে বলতে পারি জুন জুলাই আগস্ট    অসমে বর্ষার মরশুমে দেশে আম, জাম ,কাঁঠাল, খেজুর ,বেল সহ নানা ফল  গাছ উৎপাদিত হয়।সেই সব ফল বীজ নষ্ট না করে সংগ্রহ করে হেলিকপ্টার যোগে নদী তীরবর্তী অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয় তবে অসম সবুজ হয়ে হবে।পরিবেশ দূষণ থেকে বাঁচবে। দেশের ৫৪৩সাংসদ কে এই দায়িত্ব দেওয়া হোক। তারা সব অঞ্চল থেকে এই সব  মরসুমি ফলের বিজ সংগ্রহ করে হেলিকপ্টার জোগাড় করে ছড়িয়ে দেবে। দেশ বাঁচাতে এইমুহুর্তে কম করে ৫০০কোটি গাছ লাগাতে হবে নানা ফল মুল গাছ ছাড়াও বট, পাকুড়, নিম  জারুল ইত্যাদি গাছ রোপণ করতে হবে। পাকুড়  গাছ ১০০ শতাংশের বেশি বেশী কার্বন  শুষে নেয়।ইউক্যালিপটাস গাছ মাটির তালের সব জল শুষে নেয়  সর গাছ ধংস করে দেয়  মরু ভূমি করে দেয় ।এই গাছ লাগানো কে  বে আইনি  ঘোষণা  করা উচিত। কেনিয়া সহ বিশ্বের বহু জায়গাতে এয়ার বাস আর হেলিকপ্টার থেকে ছোট ছোট বল বা গুটি র কালো বল ছাড়ানো হচ্ছে । ভেতরে বীজ ভরে মাটি আস্তরণ ভরে গুটি তৈরি করে ছড়ানো হচ্ছে। বলগুলি পোকা তে   খাবে না। কেনিয়া বছরে দুই কোটি গাছ লাগানোর অঙ্গীকার করে এই সবুজ প্রকল্প হাতে নিয়েছে। আমাদের দেশ পারবেনা না ? ৫৪৩জন নব নির্বাচিত সাংসদ গত ১০বছরের মত আগামী ৫বছরে  ব্যাক্তিগত সম্পদ বাড়িয়ে লোভ লালসা তে ডুবে থাকবে তাদের ১৪পুরুষ বসে বসে খাবে। দেশ বা দশের প্রতি কোন দায়িত্ব পালন করবে না? দেশে ৫কোটি গাছ লাগানোর লক্ষ্যে ৫৪৩জন সাংসদ কে কাজে লাগানো হয়  তবে দেশ সবুজ হয়ে উঠবে। অক্সিজেন মাত্রা অনেক কমবে। দাবদাহ হ্রাস পাবে।








কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.