চন্দ্র বাবু নাইডু , নীতিশ কুমার মোদিকে লিখিতভাবে সমর্থন সূচক পত্র দিলেন
নয়া ঠাহর অমল গুপ্ত, কান্দি জেল রোড l যিনি বার বার দল বদল করেন সেই বিহারের নীতিশ কুমার আর দক্ষিণের চন্দ্র বাবু নাইডু আজ মোদির এন ডি এ জোটে নাম লেখালেন।আগামী 7জুন সেন্ট্রাল হলে উপস্থিত থেকে এন ডি এ কে সমর্থন করার সমর্থন সূচক পত্রে স্বাক্ষর করবেন।বিজেপি সভাপতি জে পি নাড্ডা দুই অতিথি কে নিয়ে আসবেন।272টি পেলেও ম্যাজিক ফিগার পায়নি বিজেপি। চন্দ্র বাবু নীতিশ কুমার যোগ দিলে 28,টি আসনে সমর্থন পেয়ে যাবে। নরেন্দ্র মোদি সেই সমর্থন সূচক পত্র নিয়ে রাষ্ট্র পতির কাছে যাবেন। আগামী 9তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা আছে।ওদিকে কংগ্রেস সভাপতি মল্লিকা খার্গের বাড়িতে ইন্ডি জোটের 30টি দলের সদস্য এসে পৌঁছিয়ে গেছেন।বৈঠক এর পর সবাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন। আগামী শনিবার মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী কালীঘাটে নব নিযুক্ত সাংসদদের বৈঠক ডেকেছেন। চন্দ্র বাবু নাইডু স্পিকার পদ এবং আর্থিক প্যাকেজ ও বিনিময়ে সমর্থন দেবে সূত্রে জানা গেছে। নীতীশ কুমার ও কন্ডিশন দিয়েছে। কে কোন পদ পাবে সেই নিয়ে আলোচনা হয়েছে।নীতীশ কুমার আর চন্দ্র বাবু নাইডু বার বার দল বদল করেন।তাদের নিয়ে কি মোদী পাঁচ বছর চলতে পারবেন।আগামী ,16জুন পর্যন্ত শপথ গ্রহণ করা যেতে পারে।আগামী 8জুন শপথ গ্রহণ অনুষ্ঠানহতে পারে। এপর্যন্ত বিজেপি জোট এগিয়ে আছে। আগামী শুক্রবার এন ডি এ বৈঠক হতে পারে। আত্মনির্ভর এর কথা বলা মোদী কে অন্য দলের উপর নির্ভর করতে হচ্ছে। সব শরিক দল নানা দাবী দাওয়া চাইতে শুরু করেছে। আগামী 5, বছর কেন্দ্রীয় সরকার চলবে তো এর মধ্যে মোদী বয়স 75বছর পার হয়ে যাবে।মোদী ৭৫ বছর পার হয়ে গেছে বলে লাল কৃষ্ণ আডবাণী কে বাদ দিয়েছিলেন। এখন মোদী কি করবেন?
কোন মন্তব্য নেই