Header Ads

ভারতের সাত হাজার কিলোমিটার সমুদ্র তীরবর্তী এলাকায় জল স্থল মাটি প্রচণ্ড ভাবে দূষিত সরকার নির্বিকার

অমল গুপ্ত ,গুয়াহাটি : দেশে ৫৪৩ টি আসনের লোকসভা র নির্বাচন অনুষ্ঠিত হল। ৫৪৩জন সাংসদ নিজের  নিজের দায়িত্ব পালন করে না। পরিবেশ সচেতন নয়, দেশে ব্যাপক  হারে  দূষণ গত ১০ বছর দেখলাম  সাংসদরা তাদের নূন্যতম দায়িত্ব পালন করেন না।
 আবার ৫বছর ক্ষমতায় বসলো ,দেশ কে লুট । করবে ব্যাংক ব্যালেন্স বাড়াবে।কোটি কোটি টাকার সম্পদ গড়বে। দেশের জ্বলন্ত সমস্যা জল সমস্যা জল দূষণ সমস্যা প্লাস্টিক সমস্যা নিয়ে কিছুই করবেনা।গত লোক সভায় প্রায় ৩০ শতাংশ সদস্য ফৌজদারি মামলায় জড়িত ছিল।এবার জানা যায়নি। তবে অধিকাংশ কোটি পতি। সততার বড় অভাব। দেশের পরিবেশ সংরক্ষণ নিয়ে ভাববে কিনা সন্দেহ আছে। দেশ আবার প্লাস্টিক আবর্জনা তে ভরে যাবে। পরিবেশ দূষণ সাংসদ দের ও গ্রাস করবে।




 ভূগর্ভের  জল স্তর  কমে আসছে। দেশের বিভিন্ন রাজ্যে জল কষ্ট   শুরু  হয়ে গেছে। ভূগর্ভের জল তুলে দেশের অধিকাংশ রাজ্যে  বড় বড় আবাসন প্রকল্প নির্মাণ চলেছে। কলকাতা , ব্যাঙ্গালোর  হায়দরাবাদ,  নয়া দিল্লি , পুণে ,চেন্নাই সহ সব শহরে প্রচণ্ড জল কষ্ট , শহর গুলি নর্দমা  নালা সব প্লাস্টিক ভরে গেছে।আবর্জনায় সব আটকা পড়ে গেছে।কেন্দ্রীয় সরকার  দেশের প্লাস্টিক  কোম্পানিগুলি কে মদত দিচ্ছে। ১৯২২ সালের ৩১ডিসেম্বর থেকে দেশে ১২০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  প্লাস্টিক কাপ চামচ ব্যাগ   ব্যবহার চলেছে  কেন্দ্রীয় সরকার রাজনৈতিক সদিচ্ছা নেই।। আম জনতা পরিবেশ সচেতন নয় মোদী সরকারের রাজনৈতিক সদিচ্ছা নেই।প্লাস্টিক মুক্ত দূষণ মুক্ত পরিবেশ এর অঙ্গীকার করে মোদী সরকার ১০বছর চালিয়ে দিল। শুধু প্রতিশ্রুতি আর আশ্বাস।দেশের অবস্থা  ভয়াবহ হয়ে উঠছে। দেশের রাজনৈতিক দল গুলি নির্বাচনি  ইশতেহারে জল সংকট নেই প্লাস্টিক মুক্ত পরিবেশ নেই । শুধুই রাজনীতি আছে। দেশের কোটি কোটি কোটি সিঙ্গেল প্লাস্টিক মাটিতে পড়ে মাটির ঘাসের আস্তরণ চাপা দিয়ে দিচ্ছে ঘাস জন্মাতে পরছে না 
জলের স্রোত আটকে দিচ্ছে। মাটিতে পোকামাকড় জন্মাতে পরছে।মাটি, র উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে।  জল মাটি দূষিত হয়ে পড়ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.