Header Ads

ভারতের অধিকাংশ নারী পুরুষ শারীরিকভাবে সুস্থ নন

নয়া ঠাহর গুয়াহাটি: ভারতের অধিকাংশ নারী পুরুষ শারীরিক ভাবে সুস্থ নন। বিশেষকরে নারীরা কায়িক পরিশ্রম করেন ন। , ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নাল এক। সমীক্ষা অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।বলা হয়েছে দেশের ৫৪ শতাংশ পুরুষ সাধারণভাবে অসুস্থ এর কারণ হিসাব কায়িক পরিশ্রম না  করাকে দায়ী করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক।নারী অসুস্থ  সেই একই কারণ  । দেশের চিকিৎসা ব্যবস্থার দিকেও আঙুল তোলা হয়েছে। ভারতে অধিকাংশ প্রাইভেট ও সরকারি হাসপাতালে   চিকিৎসা মান খারাপ বলেও অন্য একপ্রতিবেদন প্রকাশ পেয়েছে। বাজারের ঔষধ  উন্নত মানের নয়।প্যারাসিটামল সহ ৫২ টি বাজারে চলে ঔষধ জাল বলেও ঔষধ কোম্পানী অন্য এক অভিযোগ এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.