প্রধানমন্ত্রী মোদী আর ৭,৮দিন থাকবেন : মমতা
প্রধানমন্ত্রীর মেয়াদ আর ৭- ৮ দিন, দাবি মমতার
লোকসভা নির্বাচনের প্রচারের শেষ পূর্বে শহরে এসে নরেন্দ্র মোদী যে দিন রোড-শো করছেন, সেই দিনই কলকাতার অন্য প্রাপ্ত দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর আর ৭-৮ দিন। মোদী মঙ্গলবার সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন, গিয়েছিলেন বাগবাজারে সারদিদেবীর বাড়িতেও। সেই সূত্রেই মমতা বিস্তারিত ভাবে স্বামী বিবেকানন্দ, সারদাদেবী, ভাগিনি নিবেদিতার বাড়ি উদ্ধারের প্রসঙ্গে তুলেছেন। পাশাপাশি ভোট না হলে বাংলার বিপদের দিনেও মোদীর দেখা মেলে না বলে অভিযোগ করেছেন মমতা।
মুখ্যমন্ত্রী এ দিন দমদম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট পর্যন্ত এবং পরে কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়ের সমর্থনে এন্টালি মার্কেট থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত পথযাত্রা করেছেন। শেষ বেহালা চৌরাস্তায় ছিল তাঁর জনসভা। সেখান থেকেই মমতার, "মন্তব্য মাননীয় প্রধানমন্ত্রীজি - স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী কথা আর ৭-৮ দিন বলতে পারবেন। তার পরে প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে হবে। মমতা টেনে এসেছেন শেয়ার মার্কেটের প্রসঙ্গও। বলেছেন সবাই বলছে হাওয়া বদল হচ্ছে। এখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম। আমার একটা আন্দাজ কাজ করেছিল। আজকে শুনছি দেশে যা হওয়া তাতে মোদিবাবুরা একেবারে যাচ্ছেন। তা হলে কী করবে? শেয়ার বাজার বেড়ে গেল, টাকাগুলো ঢুকে গেল।
কোন মন্তব্য নেই