Header Ads

ওরা ভারত ভাগ করলো ,আমি পাকিস্তানকে টুকরো করলাম , শ্যামা প্রসাদ মুখার্জী বাঙালি হিন্দুদের জন্যে বাংলা গড়ে এই মন্তব্য করে গেছেন

অমল গুপ্ত ,গুয়াহাটি পশ্চিমবঙ্গ র জন্ম হয়েছিল 21জুন।তার আগে বিশাল ইতিহাস গড়ে বাঙালি হিন্দুর পক্ষে লড়াই করে শ্যামা প্রসাদ মুখার্জী জন্মদিন এনে দেন।শ্যামাপ্রসাদ মুখার্জী জিন্না র বিরূদ্ধে লড়াই করেন। জিন্না বাংলা কে টুকরো করতে  চেয়ে ছিলেন। বাঙালি হিন্দুদের দুর্বলতা বুঝে  জিন্না সায়েব  ভারতের  নেতা হতে চেয়েছিলেন।মুসলিম আধিপত্য কে খর্ব করে শ্যামাপ্রসাদ শুধু বাঙালি হিন্দুদের নিজস্ব ভূমি দাবিতে লড়াই করে। রাজ্যের বামপন্থী  কংগ্রেস  কোনোদিন  শ্যামাপ্রসাদ এর হিন্দুত্ব বাদ মেনে নেয় নি। মুসলিম তোষণ পছন্দ করতেন না। একাইলড়ে গেছেন।। কাশ্মীর নেতারা পরিকল্পনা করে 
 শ্যামাপ্রসাদ কে সরিয়ে 
 দেয়। তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.