১৭ তম লোকসভা নির্বাচনকে ঘিরে তৃনমূল রাজ্যে যথারীতি অশান্তি শুরু, রক্তপাত ও
নয়া ঠাহর ,কলকাতা : ভাঙ্গরে আই এস এফ গাড়িতে হামলা , ইভি এম মেশিন , ভি ভি প্যাট কুলতুলিতে পুকুরে ফেলে দেওয়া, সন্দেশখলিতে নাইট গার্ডের উপর হামলা ইত্যাদি অশান্তির ঘটনা দিয়ে শেষ দফা ভোট শুরু। নির্বাচন কমিশনার সূত্র দাবি করেছে সেক্টর অফিসারের গাড়ি থেকে ইভিএম ,ভিভি প্যাট লুট করে পুকুরে ফেলে দেওয়া হয়। দেশে আজ ৫৭ টি আসনে নির্বাচন হচ্ছে।আজ বারাণসী কেন্দ্রে প্রধাণমন্ত্রী র ভোট হচ্ছে। বঙ্গে ৯টি আসনে। ভোট। দেশে কোথাও ভোটকে ঘিরে অশান্তির নেই।কেবল তৃনমূল রাজ্যে অশান্তি রক্তপাত। পুলিশ ,কেন্দ্রীয় বাহিনী ,নির্বাচন কমিশন সবাই নির্বিকার। সারা দেশ দেখছে বঙ্গের কি করুন অবস্থা।নিয়ন্ত্রণ নেই। শেষ পর্যন্ত সান্দেশ খালি তে গন্ডগোল ছিল।আগামী কাল থেকেই সব চ্যানেল এ এক্সজিৎ পোল শুরু হবে ।ফল প্রকাশ ৪জুন।
কোন মন্তব্য নেই