স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অসমে 50টি পুকুর খনন করে বন্যা প্রতিরোধ করবেন অবাস্তব পরিকল্পনা
অমল গুপ্ত ,গুয়াহাটি 24জুন, মেডিক্যাল কলেজ হাসপাতাল কেবিন থেকে অসমের বাৎসরিক বন্যা প্রতিরোধে পুকুর খনন এর প্রয়োজন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক অবাস্তব পরিকল্পনা গ্রহণ করেছেন।অসম নদী মাতৃক রাজ্য বহু নদী খাল বিল আছে।নদীর গতি রুদ্ধ না করে ব্রহ্মপুত্র নদের অতিরিক্ত জল খাল বিল দিয়ে প্রবাহের ব্যাবস্থা করতে হবে। অসমে ব্যাপক হারে অরণ্য নিধন, পাহাড় প্রকৃতি ধংস বন্ধ হলে ব্রহ্মপুত্র সহ অন্য নদী গুলি গতিপথ পাবে। জলপথ অবরুদ্ধ হলে বন্যার আশঙ্খা থাকে। পুকুর খনন না করে রাজ্যের নদী খাল বিল জলাশয় গুলি সংস্কারে হাত দিতে হবে। জল ধরানোর ক্ষমতা বৃদ্ধি পাবে।বন্যা হবে না।বন্যা ক্ষতি হলেও অসমের জমিতে পলিমাটি জমে উর্বর হয়ে ঊঠে। ফলন বৃদ্ধি পায়।
কোন মন্তব্য নেই