Header Ads

লোকসভা ফল সব দলকে খুশি করলো,এন ডি এ-294,ইন্ডিয়া -232,অন্যান্য দল 17,বিজেপি একা 241কংগ্রেস একা 99,আসন, তৃনমূল22থেকে 29টি আসন

অমল গুপ্ত ,কান্দি জেল রোড,  মুর্শিদাবাদ,18তম লোকসভা দেশের সব দলকে খুশী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  গ্যারান্টি গঙ্গার জলে ধুয়ে গেল।   ফলাফল কংগ্রেস 99টি ভোট,তৃনমূল 29ভোট পেয়ে মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধীর নেতৃত্ব র উপর আস্থা প্রকাশ করলো। মমতা বলেন বাঙলার মানুষ তাদের মেয়ের উপর আস্থা প্রকাশ করেছে তাঁর দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি অবিলম্বে  মোদির পদত্যাগ দাবি করেছেন।বিজেপি জোট এন ডি এ 294টি,আর কংগ্রেস জোট ইন্ডিয়া 232টি আসন ও অন্যান্য দল 17টি পেয়ে কেন্দ্রে জোট সরকার গড়ার সবুজ সঙ্কেত  পেলো।বিজেপি একা 242টি আসন পেল গত লোকসভায় 300 অতিক্রম করেছিল।একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারল না। বিজেপি হ্যাটট্রিক করলেও অন্য দলের  সাহার্য্য ছাড়া কেন্দ্রে সরকার গঠন করতে পারবে না।  কংগ্রেস গত  লোকসভা নির্বাচনে  52টি আসন পেয়েছিল।মোদির মুখ, মোদির ভাবনা , মোদির  গ্যারান্টি কে বাতিল করেছে ভোটাররা,  মোদী ফের প্রধানমন্ত্রী পদে বসলে হাত খুলে বড় কোন সিদ্ধান্ত নিতে পারবেন না । সি এ এ ,অভিন্ন দেওয়ান বিধি,জাতীয় নাগরিক   পঞ্জি ইত্যাদি আইন  নিয়ে বিরোধীদের মতকে  আর উপেক্ষা করতে পারবে না কেন্দ্রীয় সরকার। মোদী সরকার গনতন্ত্রের স্তম্ভ সংবাদ মাধ্যম কে খুশি মত ব্যবহার করেছে। সবকে পেড নিউজ করতে বাধ্য করেছে। আমাদের মত চার দশক সৎ ভাবে সংবাদ সেবিদের মোদী সরকার ন্যূনতম সম্মান ও মর্যাদা দেয় নি । ইউজ এন্ড থ্রো   করে ব্যবহার করেছেন। এই সাংবাদিকদের কাজে  লাগিয়ে এক্সিট পোল করিয়েছে।তবে এর ব্যাতিক্রমও আছে।. মমতা আজ  হুশিয়ারি দিয়েছেন আবাসন প্রকল্পে যদি কেন্দ্রে বকেয়া মিটিয়ে না দেন তবে আন্না হাজারে র মত তীব্র সংগ্রাম গড়ে তোলা হবে।   রাহুল গান্ধী কেন্দ্রে সরকার গড়তে চাইলে প্রধানমন্ত্রী কাকে করবেন  নীতিশ কুমার , চন্দ্র বাবু নাইডু  যদি রাজি হন  নতুবা তার সঙ্গে অবশ্যই মমতা ব্যানার্জী কে বিবেচনার মধ্যে আনতে হবে। রাহুল এর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে চার হাজার কিলোমিটার দেশের অধিকাংশ রাজ্যে পদ যাত্রা করে রাহুল পরিশ্রমে র মূল্য পেয়েছেন। রাজ্যে বামপন্থী  কংগ্রেসে সমঝোতা ফ্লপ করেছে। দোষারোপ করা হচ্ছে অধীর চৌধুরী কে। বহরমপুরে র কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী  মুর্শিদাবাদ জেলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদে এই সমঝোতা মেনে নিয়ে ছিলেন। কিন্তু এর পরেও এই ভোট সাম্প্রদায়িক বিভাজন ঘটে গেল যার  দারুন গুজরাটের  মুসলিম প্রতিনিধি তৃনমূল  কংগ্রেসএর  ইউসুফ পাঠান  85হাজার ভোটে র ব্যবধানে জয় লাভ করেন।মুর্শিদাবাদ জেলার সংখ্যাগুরু মুসলিম ভোটার প্রাণ খুলে  ইউসুফ পাঠান কে ভোট দিতেছেন বলে পূর্বাভাস। পরাজিত বিজেপি প্রার্থী নির্মল সাহা পেয়েছেন 3লাখ 71হাজার ভোট পান। অধীর চৌধুরী পেয়েছেন4লাখ, 39হাজার ভোট।   অধীর  বলেছেন জেলাতে সাম্প্রদায়িক বিভাজন ঘটেছে।চার বারের সাংসদ অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার একজন সম্পদ ছিলেন। জেলার  সংখ্যা গুরু মুসলিম ভোটারের  মধ্যে অধীর চৌধুরী সাম্প্রদায়িক সম্প্রীতির সেতু বন্ধন করেছেন। বাঙালি হিন্দু আবেগ কে  মর্যাদা দিতেন অধীর। বাংলা ভাষা না জানা বাঙালি সংস্কৃতি র সঙ্গে কোন সম্পর্ক না  থাকা সুদূর গুজরাটের ক্রিকেটার ইউ সুফ পাঠান জেলার  কোন উপকারে লাগবে আল্লা জানেন। অধীর বলেন রাহুল তাঁদের নেতা দেশ জোড়া পদ যাত্রা  সফল  পরিশ্রমের ফল পেয়েছেন। প্রতিবেশী  রাজ্য অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তবে যোরহাট কেন্দ্রে তরুণ গগৈ এরপুত্র গৌরব গগৈ কে আটকাতে পারেননি। সর্বানন্দ সোনোয়াল কে জিতিয়ে এনেছেন। হিমন্ত কে কেন্দ্রিয় বিজেপি সরকার,  প্রধান মন্ত্রী  মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ব্যবহার করে সারা দেশেই প্রচারে লাগিয়েছেন। হিমন্ত হিন্দি, ইংরাজি তে ভালই ভাষণ দিয়ে ভোটারদের মন  স্পর্শ করেছেন।তাই পুরস্কার হিসাবে হিমন্ত কে কেন্দ্রে মন্ত্রী করে  নিয়ে যেতে পারে। সর্বানন্দ কে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে বসাতে পারে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। । আজ দিল্লিতে এন ডি এ এবং ইন্ডিয়া জোটের সভা ডাকা হয়েছে। তৃণমূল দলের পক্ষে অভিষেক ব্যানার্জী কে পাঠাচ্ছেন  মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। অভিষেক দেশের মধ্যে  রেকর্ড গড়ে 7লাখের বেশী ভোট পেয়ে ডায়মন্ড হারবারকেন্দ্রে জয় লাভ করেন। আগামী 9জুন পরবর্তি সরকার গড়ার লক্ষ্যে দুই জোট রাষ্ট পতির কাছে দরবার করতে পারে। 





























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.