Header Ads

পশ্চিমবঙ্গ কে উপেক্ষা করে শিল্পপতি রতন টাটা 27হাজার কোটি টাকা অসম কে বরাদ্দ করলো

অমল গুপ্ত ,24জুন ,গুয়াহাটি মেডিক্যাল কলেজে কেবিন থেকে=দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা র সিঙ্গুরে মারুতি কোম্পানী তৃনমূল সরকার বুলডোজার চালিয়ে গুড়িয়ে দিয়েছিল। সেই টাটা এবার কড়া জবাব দিলেন ।অসমের জাগিরোড  গাড়ি তৈরির প্রযুক্তি অংশ চিপস তৈরির জন্যে অসমের হিমন্ত বিশ্ব শর্মাকে 27হাজার কোটি টাকা বরাদ্দ করলো।এই কারখানা নির্মাণ হলে অসমের লাখ লাখ বেকার যুবক কর্ম সংস্থানের সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ থেকে 55হাজার বেকার যুবক বাইরে যায় ।বঙ্গে শিল্প সম্মিলন হলেও দেশের কোনো শিল্পপতি বঙ্গের আইন শৃংখলা পরিস্থিতি খারাপ থাকায় আগ্রহ প্রকাশ  করে না। দেশে লোকসভা  নির্বাচন অনুষ্ঠিত হলেও অধিকাংশ জেলাতে অশান্তি চলছেই। বন্ধ হওয়ার  লক্ষণ নেই। তৃনমূল সরকারের নিয়ন্ত্রণ নেই। বঙ্গে শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে  অবনতি পূর্ন হবার নয় 26হাজার সরকারি চাকুরে কি পরিণতি হল জবাব নেই।অসম স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নতি   গুয়াহাটি তে মেডিক্যাল হাব  তৈরি হয়েছে।14টি ক্যান্সার হাসপতালে নির্মাণ চলছে।যা ভু ভারতে নেই।অসম ইতিম্যেই এআইএমএস নির্মাণ করা হয়েছে। যা বঙ্গে নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.