Header Ads

স্বাধীন ভারতে সব থেকে বড় পরীক্ষা দূর্নীতি 24লাখ ডাক্তারি পড়ুয়া ইউ জি সি -নিট পরীক্ষা বাতিল হয়ে গেল

অমল গুপ্ত,গুয়াহাটি স্বাধীন ভারতে  সব থেকে বড় পরীক্ষা নিট পরীক্ষা 2024 পরীক্ষা বাতিল ঘোষণা করা হল। সারা দেশের 700র বেশী সেন্টারে 24লাখ ছাত্র ডাক্তারি পড়ার জন্যে পরীক্ষা  দিয়েছিলেন।  এই পরীক্ষার জন্যে àপ্রতি সাব্জেক্ট 10লাখ টাকা ঘুষ নেওয়া হয়।চারটি সাবজেক্ট 80লাখ থেকে এক কোটি টাকা ঘুষের বিনিময় উত্তর পত্র ক্কা দেওয়া হয়। প্রায় হাজার কোটি টাকার কেaলেঙ্কারি হয়েছে।স্বাধীন ভারতে এই সর্বপ্রথম এত বড় কেলেঙ্কারি হল।  এই পরীক্ষায়  গুজরাট  , উত্তর প্রদেশ , মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ অন্য রাজ্যের  ছাত্র র জড়িত। রেল দুর্ঘটনা  তে ব্যাপক দূর্নীতি রেল জড়িত। আবার পরীক্ষা দূর্নীতি  নিউ জলপাইগুড়ি রেল দুর্ঘটনা  বড় ক্রুটি সিগন্যাল তিন দিন ধরে বিকল। দুর্নীতিগ্রস্ত
রেল বাবুরা জানতেন না।ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট পরীক্ষা পরিচালনা করেন। সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল। 1500ছাত্রকে গ্রেস মার্ক দেওয়া হয়। তাতেও কারচুপির অভ যোগ।। আজ দিল্লিতে শিক্ষা মন্ত্রী  কে ঘেরাও করে কংগ্রেস। শেষ পর্যন্ত সিবিআই তদন্তের আদেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.