কোটি কোটি টাকার সম্পদ শালী অভিনেতা শাহরুখ খান ,অমিতাভ বচ্চন ,শচীন টেন্ডুলকর ,এম এস ধনী নিষিদ্ধ তামাক মসলা , ঔষধ,, বিমা কোম্পানির বিজ্ঞাপন করতে লজ্জাবোধ করে না
নয়া ঠাহর ,কোলকাতা : দেশের ২৭শতাংশ মানুষ দারিদ্র্য সীমার তলে বাস করে।দেশের মাত্র এক শতাংশ মানুষ ৪০ শতাংশ সম্পদশালী মনুষের সম্পদ ভোগ করে।।সেই দেশে শাহরুখ খান ,অমিতাভ বচ্চন শচীন টেন্ডুলকর প্রমুখ সম্পদশালী মানুষ নিষিদ্ধ তামাক মসলা, বিদেশে র নিষিদ্ধ ঔষধ, বীমা কোম্পানির বিজ্ঞাপন করছে বলে অভিযোগে উড়িয়ে দেওয়া যাবেনা। দেশে সুপ্রিম কোর্ট মদ নেশা জাতীয় দ্রব্য তামাক ,বিড়ি সিগারেট ,গুটকা তামাক মসলা কবেই নিষিদ্ধ করেছে,তবুও বিজ্ঞাপন চলছে । বিমাকম্পানিগুলি সৎ ব্যবসা চালায় না বিজ্ঞাপন চলছে। টিভি চ্যানেল গুলো সেই নিষিদ্ধ সামগ্রীর বিজ্ঞাপন দিয়ে মুনাফা লুটছে। নির্বাচনী বন্ড এ কোটি কোটি টাকা চাঁদা দিয়ে ঔষধ কোম্পানী গুলো জীবনদায়ী ঔষধের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিল। ৬৫ বছরের বেশি বয়স্ক বৃদ্ধ মানুষদের হার্টের ঔষধ ঔষধ কোম্পানী গুলো মুনাফা বৃদ্ধির রাজনীতি করছে বলে দেশের বিশিস্ট হার্ট বিশারদ দেবী শেট্টি প্রতিবাদ করায় ষ্টুডিও তে মার খেতে হয়। দেশে কোনো খবর হয়না। তিনি স্পষ্ট বলেছেন দেশের ৬৫বছরের বেশী মানুষগুলো হার্টের রোগ নিয়ে বেঁচে থাকার যথেষ্ট ভাল ঔষধ আছে। কিন্তু একাংশ বড় ঔষধ কোম্পানী বাজে ঔষধ দিয়ে মুনাফা লুটছে আরও কিছুদিন বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠছে।
কোন মন্তব্য নেই