গণনা কেন্দ্রে কড়া পাহারা
গণনাকেন্দ্রে নিয়ে কড়া পদক্ষেপ
ভোট গণনায় এ বার বলবং হল একাধিক নিষেধাজ্ঞা। শিক্ষক ও অধ্যাপকেরা এ এ বারের লোকসভা নির্বাচনে ভোট গণনায় কোনও দলের এজেন্ট হতে পারবে না। এজেন্ট হতে পারবেন না বিধায়ক ও সাংসদ ও মন্ত্রীরাও। পুরপ্রধান, মেয়র, পঞ্চায়েত সমিতির সভাপতি, সভাধিপতি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কোনও পদাধিকারীরাও এজেন্ট হিসেবে ঢুকতে পারবেন না ভোট গণনা কেন্দ্র। এমনকি সরকারি কর্মীরা তো বটেই গণনা কেন্দ্রে কোনও দলের এজেন্ট হতে পারবে না সরকারি ভাতাপ্রাপ্ত কোনও ব্যক্তিও। সরকারি সাহায্য প্রাপ্ত কোনও প্রতিষ্ঠানের কর্মীও পারবেন না এজেন্ট হতে। রেশন দোকানের মালিক, অঙ্গনওয়াড়ি কর্মীও, গ্রামীণ স্বাস্থ্যকর্মী, সিভিক কর্মীরাও এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন।
রাজ্য ও কেন্দ্রেয় সরকারের পাবলিক সেকটর অধিগৃহীত সংস্থার কোনও কর্তা ও সদস্যরাও হতে পারবেন না গণনা কেন্দ্রের এজেন্ট। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পান এমন ব্যক্তিরাও এজেন্ট হতে পারবেন না যতক্ষণ না তাঁরা ওই নিরাপত্তা ব্যবস্থা ত্যাগ করছেন।
কোন মন্তব্য নেই