Header Ads

আছড়ে পড়ল রেমাল ,তুমুল বৃষ্টি প্রাণ কেড়ে নিল ৭, জনের

নয়া ঠাহর , অমল গুপ্ত,কোলকাতা:এই মে  জ্যৈষ্ঠ মাসের চূড়ান্ত দাবদাহের পর হঠাৎ জল মেঘ বৃষ্টি   ঝড় তুফান   , পারদ নেমে যায়। আগের বছরে এই মে মাসে  তিন তিনটি নামের ঘূর্ণিঝড়ের তাণ্ডব  আম ফান   , এবার রেমাল আরবি ভাষার বালি ঝড়।     প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পশ্চিম বঙ্গ, অসমের বিভিন্ন অঞ্চলে শনিবার রাত  থেকে তাণ্ডব  শুরু হয়েছে আজ ২৭ মে সন্ধ্যা পর্যন্ত মেঘ ভরা আকাশ  ঠাণ্ডা বাতাস। সাগর উপকূল বর্তি সুন্দর বন , মেদিনীপুর দুই ২৪পরগনা  কলকাতা  সহ জেলাগুলিতে বহু গাছ ভেঙে পড়েছে সুন্দর বন এ বাঁধভেঙে জল ঢুকেছে। সাগর  উত্তাল ফুসছে ।, ৭জনের প্রাণ  গেছে । প্রায় দুলাখ দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।কোলকাতা সহ অনেক জায়গায় ঘর বাড়ি ভেঙেছে।।গঙ্গা তে ফেরি সেবা বন্ধ,মেট্রো লাইন তলে  জলে ডুবে গেছে। সেই জমা জল না বেরোলে মেট্রো ট্রেন চলবে না।  পূর মন্ত্রী ফিরহাদ হাকিম রাত জেগে কলকাতা র নিকাশি ব্যবস্থা তদারক করেন। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় আশ্বাস দেন যাদের ঘর বাড়ি ভেঙেছে ফসল নস্ট হয়েছে তাদের ক্ষতি পূরণ দেবে সরকার। কলকাতা মহানগর রে  সেন্টাল এভিনিউ  এলাকা  জলের তলায় ।এর অধিকাংশ এলাকা অঞ্চলে জলে ডুবেছে বিদ্যুৎ নেই।  জল যন্ত্রনা দুর্ভোগ চলছে কলকাতার  তে এর মধ্যে নির্বাচনি প্রচার আর মিথ্যা প্রতিশ্রুতি। বহু বাঁধ ভেঙে  জল ঢুকছে। ত্রাণ নিয়ে রাজনীতি শুরু হবে। ত্রাণ চুরি চলবে কারণ  রাজ্যটির নাম বাঙালি র পশ্চিমবঙ্গ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.