বঙ্গে র কাঁথি সরকারি হাসপাতালে সাত নাবালিকা র প্রসব
গোপনে ৭ নাবালিকার প্রসব সরকারি হাসপাতালে
পুলিশ প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা কমিটিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলতি মাসে কাঁথি মহকুমার হাসপাতালে অন্তত 7 নাবালিকার প্রসব করানো হয়েছে বলে অভিযোগ উঠল। নিয়ম অনুযায়ী কোনও নাবালিকা যদি অন্তঃসত্ত্বা অবস্থায় প্রসব বা গর্ভপাতের জন্য হাসপাতালে ভর্তি হয় তা হলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোম কর্তৃপক্ষের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন ও শিশু সুরক্ষা কমিটিকে জানাতে হয়। কিন্তু এই নাবালিকাদের ক্ষেত্রে খোদ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কেন সেই নিয়ম ভাঙ্গলেন তার সদুত্তর মেলেনি। এমনিতেই রাজ্য নাবালিকা মায়ের সংখ্যা বৃদ্ধিতে স্বাস্থ্য দপ্তর দফতর উদ্বিগ্ন। তার উপর ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন সোসাইটি এবং স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি-র সমীক্ষা অনুযায়ী রাজ্য বাল্যবিবাহ এবং নাবালিকাদের অন্তঃসত্ত্বা হওয়ার সংখ্যায় শীর্ষে পূর্ব মেদিনীপুর। সেই জেলার সরকারি হাসপাতালে গোপনে একের পর এক নাবালিকার প্রসবের উপযোগ উঠেছে।
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ানের কথায় দিওনা জেলা শিশু সুরক্ষা দফতর থেকে বিষয়টি জেনে হাসপাতালে সুপারকে জিজ্ঞাসা করছিলেন। তিনি ঘটনার কথা স্বীকার করেন। তাঁর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। হাসপাতালের সুপার অবশ্য সংবাদমাধ্যমকে কিছু বলতে চাইনি।
কোন মন্তব্য নেই