উজবেকিস্তান আয়োজিত জিমন্যাস্টিক এ স্বর্ণ পদক দীপা কর্মকারের
নয়া ঠাহর ,কোলকাতা : ত্রিপুরার জিমন্যাস্টিক দীপা কর্মকার বহুদিন বসে থাকার পর আর্ন্তজাতিক পর্যায়ের জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন হলেন স্বর্ণ পদক পেলেন। ত্রিপুরার সোনার মেয়ে দীপা। এশিয়া মহাদেশের সিনিয়র চ্যাম্পিয়ন হিসেবে এই প্রথম দীপা কর্মকার সোনা জিতলেন। দীপা ত্রিপুরার এক কোণে পড়ে থেকে প্রচণ্ড পরিশ্রম ও সাধনা করে গেছেন। সরকারের সাহার্য্য পাননি। একক চেষ্টায় ভাল ফল পেলেন। পেড নিউজ করা সাংবাদিকরা এত বড় নিউজ টা প্রকাশ করার প্রয়োজন বোধ করেনি। কারণ ভাল ইনকাম হবে না। কলকাতার অধিকাংশ সংবাদপত্র বিজেপি দলের কাছে বিক্রি হয়ে গেছে। ভালো খবর হয়না। প্রদুনোভা ভল্ট এ বিশ্ব বিজয় করেছ দীপা। ড্রাগ নেওয়ার মিথ্যা অভিযোগ এর শাস্তি পেতে হয়েছিল দীপাকে। তারপরেও দীপা দমে যাননি। আবার ফিরে দাঁড়িয়েছে শক্ত জমিতে।
কোন মন্তব্য নেই