রবি বন্দনা ১৬৩ জন্মদিনের প্রণাম
রবি - বন্দনা
কবি -বীরেশ্বর সরকার। বহরমপুর, মুর্শিদাবাদ।
যখন আমাদের বক্ষে হানে
দুঃখ-বিপদের করাঘাত -
তোমার গান শান্তি আনে প্রাণে।
সাহসে বুক বেঁধে ভুলে যাই যতো দুঃখ
তোমার কাব্য- গানের পীযূষ ধারায় করি পূণ্যস্নান।
তোমার গানের কলি আমাদের কন্ঠে সাধি।
গহন রাতের অন্ধকারে যখন পথ হারাই
সঞ্জীবনী - মন্ত্রে স্মরণ করি তোমারই "একলা চলো বাণী"।
দুর্বার নদীর মতো এগিয়ে চলি একা ,
লক্ষ বাধা পার হয়ে লক্ষ্যের পথে পৌঁছায়
"গীতাঞ্জলি"র পাতায় পাতায় মুখ রেখে ।
তখন বন্ধু হয়ে, গুরু হয়ে, বিবেক হয়ে-
তুমি দাঁড়াও সম্মূখে হে রবীন্দ্রনাথ ।
তোমার শিক্ষা, তোমার দীক্ষা-"মাভৈঃ বাণী"।
সকল কলুষ মুক্ত করে ,ভুবন ভরিয়ে তোলে
তোমার অসীম স্নেহ- ভালোবাসা -ভক্তি- আরাধনা - স্বদেশপ্রেম- মানবতা - ধর্মচেতনা-
তোমার কাব্য ,গান - তারাই সাক্ষী-
হে বিশ্বকবি , গুরুদেব রবীন্দ্রনাথ
তোমাকে জানাই শতকোটি প্রণাম
"পঁচিশের" বৈশাখে তোমার জন্মদিনে।
কোন মন্তব্য নেই