Header Ads

বরাক এর ভাঙ্গা তে ভয়ঙ্কর দূর্নীতি এক মহিলার একাধিক স্বামীর নামে ভাতা

*নয়া ঠাহর প্রতিবেদন,ভাঙ্গ:* 
ভাঙ্গা মাছলী জিপির এক ভয়ঙ্কর দুর্নীতির চিত্র উঠে এলো সোস্যাল মিডিয়ায়!

একজন মহিলার নামে একাধিক বার স্বামীর নাম বদলে বদলে দেওয়া হয়েছে বৃদ্ধ ভাতা সহ বিধবা ভাতা!

সোস্যাল মিডিয়ায় সঠিক তদন্তের দাবি সমাজ কর্মী মুন্নী ছেত্রীর।

উল্লেখ্য যেখানে মাছলী জিপিতে সরকারী বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা থেকে ওয়ার্ডে ওয়ার্ডে বঞ্চিত রয়েছেন শ শ হত দরিদ্র অসহায় পরিবারের বৃদ্ধ বৃদ্ধাসহ বিধবারা!

ঠিক সেখানেই মাছলী জিপিতে সরকারী তথ্য অনুযায়ী বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার লিষ্টে বিভা দেব নামের একজন সনাতনী হিন্দু মহিলার হিন্দু মুসলমান মিলিয়ে সাতজন স্বামীর নাম দিয়ে একাধিকবার হড়প করা হয়েছে সরকারী ভাতা!

এই ভয়ঙ্কর নয়ছয়ের তথ্যের ছবিসহ সোস্যাল মিডিয়ায় তুলে ধরে এমনই অভিযোগ করলেন সমাজ কর্মী মুন্নী ছেত্রী!

তার দাবি শুধু এই বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতা নয়!
ভাঙ্গা মাছলী জিপিতে প্রায় সরকারী প্রতিটা প্রকল্পেই রয়েছে এরকম নয়ছয়!

অরুণোদয় থেকে ধরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বিধবাদের এক কালীন সহায়তা,পিছ পড়া এসি সম্প্রদায়ের জন্য বরাদ্দ হওয়া টিন, সেলাই মেশিন,সোলার,টিবি, জলের ফিল্টার, কৃষকদের পাওয়ার টিলার সহ পঞ্চায়েতে আসা প্রতিটা সরকারী সহায়তা মূলক প্রকল্প থেকে জিপির প্রকৃত হত দরিদ্র হিতাধিকারীরা সব সময়ই বঞ্চিত!

অথচ মুখ দেখে দেখেই ৫০/৫০ লেনদেনে এসব প্রকল্প বিতরণ করা হয় স্বজনপোষন নীতির আঙ্গুল ধরে পরিচিতদের মধ্যে!

লিষ্ট ধরে সঠিক তদন্ত করলে এমনিতে ঝুলি থেকে বিড়াল এমনিতেই বেরিয়ে আসবে বলে মত প্রকাশ করেন সমাজ কর্মী মুন্নী ছেত্রী!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.