Header Ads

বৃষ্টিতে পারদ কমে গেল

এক সন্ধ্যার বৃষ্টিতে কুপোকাং পারদ

এক সন্ধ্যার বৃষ্টিতেই বদলে গেল পারদের চরিত্র।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সন্ধ্যায়  ঝড়বৃষ্টির পরে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ২১.৭ ডিগ্রিতে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্ৰি কম। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের  থেকে ৩ ডিগ্রি কম ছিল। সোমবারের থেকেও প্রায় তিন ডিগ্রি কমেছে তাপমাত্রা। তীব্র দহনের হাত থেকে আপাতত রেহাই পেয়ে তাই আমাবাঙালির প্রশ্ন ক'দিন থাকবে এমন আবহাওয়া? ক'দিন চলবে  ঝড়বৃষ্টি?
         আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার মধ্যে শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সে দিন নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং ২২০ পরগনায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বভাস রয়েছে। আপাতত তীব্র দহনের কোনও আশঙ্কার কথাও আবহবিদেরা জানাননি। হওয়ার অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গের এক দিকে বাংলাদেশে একটি ঘূর্ণবার্ত আছে। আরেকটি ঘূর্ণবার্ত আছে মধ্যপ্রদেশের উপরে। এই দুটি ঘূর্ণিবতের প্রভাবে বঙ্গপ্রসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গঙ্গেয় বঙ্গের পরিমন্ডলে ঘুরেছে। তার ফলেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.