সালক সংশ্লেষ কমছে, কমছে গাছের সংখ্যা, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারছে না গাছেরা, ভীষণ বিপদ ঘনিয়ে আসছে
অমল গুপ্ত, কান্দি জেল রোড, মুর্শিদাবাদে: এই অরণ্য বিশ্বের ফুসফুস। বাতাস থেকে বিষাক্ত কার্বন বিষ শুষে নেই। কিন্তু বেপরোয়া গাছ কাটার ফলে উষ্ণতা গ্রাস করছে পৃথিবীকে। বিশ্বের ৪, ৫টা মহাদেশকে নিয়ে বিশালএলাকাজুড়ে আমাজন অরণ্য পৃথিবীর ফুসফুস যা৩০শতাংশে অরণ্য ধ্বংস হয়ে গেছে। ব্রাজিল সরকার রক্ষা করতে পারছে না। তুলনামূলক ভাবে ভারতের গাছের সংখ্যা খুবই কম। বিভিন্ন সূত্র অনুযায়ী ভারতে মাথা পিছু মাত্র ২৮ টি গাছ আছে। একমাত্র ভারত যেখানে উন্নয়নের নামে শুধুই গাছ কাটা হয়। রোপণ করা হয়না। কিছু মাত্র রোপণ করা হলেও সেবার অভাবে। মাঝ পথে মারা যায়। ওই সূত্র অনুযায়ী ব্রিটেন এ মাথা পিছু গাছ আছে ৪০, টি,চিনে আছে ১৩০টি, ইথিওপিয়া তে আছে ১৪০ টি, স্কট ল্যান্ড আছে,৪০০ টি। আমেরিকা তে ৬৯৯টি অস্ট্রেলিয়া ১২৬৯ টি।ব্রাজিল ১৪৯৪টি কানাডা তে ১০১৬৩টি এবং রাশিয়া তে আছে ৬৬১৪ টি গাছ। বাংলাদেশে প্রতিবছর ৬০০, ০০০ গাছ কাটা হয় । মাথা পিছু কয়টি গাছ আছে হিসাব নেই। একটি বড় গাছ বছরে ৪জন মানুষ কে অক্সিজেন সরবরাহ করে। ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে।সবুজ ভারত শুধুই স্লোগান। দেশে আজো প্লাস্টিক মুক্ত হলনা। দেশের মানুষ আর রাজনৈতিক দল গুলি ১০০ শতাংশ দায়ী। ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে। উষ্ণনায়ন এর বিপদ দরজায় কড়া নাড়ছে এক ফোঁটা জলের জন্য দেশ বাসীকে কাঁদতে হবে সেইদিন আর দূরে নেই।
কোন মন্তব্য নেই