Header Ads

উনিশের আখ্যান : আশুতোষ দাস

উনিশের আখ্যান / আশুতোষ দাস। 
উনিশ আমার , হৃদয় ক্ষত আগুন
 ঝরা দিন 
উনিশ বুঝি তোমার আমার অনেক 
আছে ঋণ ।
 উনিশ মানে রেলস্টেশনে একাদশ শচিন 
কমলা ভগ্নি ।
 উনিশ আমার বুকের ভেতর জেগে 
থাকা অগ্নি । 
উনিশ মানে কৃষ্ণচূড়া দোলে ওঠা 
আপোসহীনের গান । 
উনিশ মানেই মাতৃজোয়ার 
জনস্রোতের বান । 
কপাল জুড়ে রক্তফোঁটায় জ্বলজ্বল
 নটরাজের আঁখি । 
তোমার আমার রক্ষাকবচ উনিশ নিয়ে 
সারাবেলা থাকি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.