মুর্শিদাবাদ জেলার" ৭০ শতাংশ মুসলিম ,৩০ শতাংশ হিন্দু ,হিন্দুদের ২ ঘণ্টার মধ্যে ভাগীরথী র জলে ভাসিয়ে দেব "হুংকার তৃণমূল বিধায়ক হুমায়ন এর
নয়া ঠাহর কলকাতা: মুর্শিদাবাদ জেলার মুসলিম জনগোষ্ঠী র সংখ্যা বেশি, হিন্দুরা মাত্র ২৭শতাংশ। এই স্পর্শকাতর জেলাতে রাজনীতি করা ব্যক্তিদের সংযম রক্ষা করে চলা উচিত। এমন সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। কিন্তু ভারত পুরের তৃণমূল বিধায়ক হুমায়ন বার বার সম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য রাখলেও তৃণমূল তাঁকে নিয়ন্ত্রণ করার কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী যোগী আদিত্য নাথ বঙ্গে এসে সেই রাজ্যে অপ রাধ জনিত ঘটনা র কথা বলে গেছেন । হিন্দু মুসলিম বিভাজনের কথা বলেন নি। উস্কানি দেন নি। সেই আদিত্য নাথ এর প্রসঙ্গ তুলে হুমায়ন ২ ঘণ্টার মধ্যে হিন্দুদের ভাগীরথী তে ফেলে দেবার হুংকার দিলেন। না করতে পারলে রাজনীতি ছেড়ে দেবার হুংকার দিলেন। ভোটের সময় এই সাম্প্রদায়িক উস্কানি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি তে বড় আঘাত পড়লো । মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় এই পরিস্থিতি তে কি ব্যবস্থা গ্রহণ করেন তার দিকে রাজ্যবাসী তাকিয়ে আছে।
কোন মন্তব্য নেই