Header Ads

রামকৃষ্ণ আশ্রম , ভারত সেবাশ্রম, ইসকন এর সাধু দের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় অভিযোগ প্রধান মন্ত্রীর

নয়া ঠাহর ,কোলকাতা : প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঝাড়গ্রাম এক নির্বাচনি সভায় অভিযোগ করেন তৃনমূল মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় ইসকন রামকৃষ্ণ আশ্রম , ভারত সেবা শ্রম এর সাধুদের হুমকি দিচ্ছেন। জলপাইগুড়ি র রামকৃষ্ণ আশ্রম হামলা মারপিট করা হয়েছে।  মুখ্য মন্ত্রী  মমতা বন্দ্যপাধ্যায় অভিযোগ করেছেন বেলডাঙা রামকৃষ্ণ আশ্রম প্রধান কার্তিক মহারাজ সাম্প্রদায়িক দাঙ্গাতে উস্কানি দিয়েছেন ।  মহারাজ অভিযোগ  অস্বীকার করে বলেছেন  তৃনমূল বিধায়ক হুমায়ন কবির হুমকি দিয়ে ছিলেন মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলিম  ৩০ শতাংশ হিন্দু  প্রয়োজনে দু ঘণ্টার মধ্যে ভাগীরথী নদীতে ডুবিয়ে দিতে পারি, তার  প্রতিবাদ  করে মিছিল বের করে ছিলাম। তার বেশী কিছু নয়। ওদিকে শিলিগুড়ি তে রামকৃষ্ণ  আশ্রম  এর জমি জবর দখল এর অভিযোগ উঠেছে। মূখ্যমন্ত্রী বলেন রামকৃষ্ণ আশ্রম কে নয দু একজন বিরূদ্ধে অভিযোগ করেছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.