আবার বরাক বিচ্ছিন্ন , কাদের ষড়যন্ত্র ?
নয়া ঠাহর গুয়াহাটি লমডিং শিলচর পাহাড় লাইন অবৈজ্ঞানিক ভাবে ব্যাপক দূর্নীতি মাধ্যমে নির্মাণ করা হয়। ভাঙ্গা চোরা দূর্বল রেল পথে ভূমি কম্প প্রবন এলাকা অল্প বৃষ্টি তে ধস। বার বার একই ঘটনা রেল কর্তৃপক্ষ নির্বিকার দিল্লির নির্দেশে শুধু রাজনতিক কারণে রেল চালিয়েছে। পাহাড়ের মাটি নরম ভূমি কম্প প্রবন রেল লাইনে ফাটল ধরে একাধিক ট্রেন চলে ভার নিতে পারছে না। জাতিঙ্গার কাছে আবার ধস । দুটি দুর্ঘটনা ঘটেছে। শিলং লাইন ধস । লামডিং কে অন্ধকারে রেখে বাদ দিয়ে লঙ্কা রুটে লাইন তৈরি হচ্ছে। বরাকের মানুষ আবার বিজেপি কে জেতানোর জন্যে উঠেপড়ে লেগেছে। শিলচর শহরে বন্যা প্রতিরোধ বিজেপি আশ্বাস ছাড়া কিছুই দেয় নি। আবার বন্যা হবে। বরাক ডেম কোথায় গেল? বরাকের মানুষ প্রাণ খুলে বিজেপি কে ভোট দিল।দুই অযোগ্য ক্যান্ডিডেট সংসদে গিয়ে জোরালো ভাবেবরাক এর জটিল সমস্যা তুলে ধরতে পারবে কী? তাদের হিন্দি ইংরাজি জানা আছে কী? বিজেপি তো ভোট পাওয়ার জন্যে বরাক এর দূর্বল রেলপথ বহু ট্রেন চালাচ্ছে।যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বরাক এ হিন্দু মুসলিম ৪৪-৪৫ লাখ মানুষ কে দুর্ভোগের মধ্যে রাখছে বিজেপি। পরিত্রাণ এর পথ কোথায়?
কোন মন্তব্য নেই