Header Ads

দিল্লির মঙ্গেশপুর ৫২, ৯ তাপমাত্রা দেশের রেকর্ড গরম , এবার দুই বাংলা তে আগুন বৃষ্টি হবে , শিলচর শহর আবার ডোবার আশঙ্খা

নয়া ঠাহর ,কোলকাতা : দেশে তাপ প্রবাহ চলছে , দেশের সবুজ ধংস। দেশে সবুজ আচ্ছাদন  কমে যাচ্ছে। ৫০০কোটি গাছ লাগানো হলে দেশের জল বায়ু পরিবর্তনে কিছুটা  ফল দেবে। কিন্তু   দেশের মানুষ ব্যক্তিস্বার্থ  নিয়ে  ভাবে,দেশের সরকার গাছ নিয়ে ভাবে না ।মসনদ নিয়ে ভাবে। রাজনীতি বিদদের দেশের প্রতি দশের প্রতি দরদ নেই।দিল্লীর সর্বকালীন রেকর্ড ৫২,৯ সেলসিয়াস। দেশের রেকর্ড গরমে  কারো উদ্বেগ নেই। এক  অস্বাভাবিক পরিস্থিতি  চলছে।ঘূর্ণি ঝড় গেল, ঝড় বৃষ্টি হল। উষ্ণতা গেল না।গরম বেড়েই চলছে। পশ্চিমবঙ্গ কে দূর্নীতি গ্রাস করেছে ।এক হিসাব বলছে গত ১০ বছরে বঙ্গে ৫০০০ পুকুর ভরাট করে আবাসন গড়া হয়েছে।কোলকাতা মহানগরে ৫০০ বেআইনি বাড়ির খোঁজ মিলেছে। দেশের কোন শহরে এত দূর্নীতি নেই। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় প্রকল্প নির্মান নামে প্রধান সড়কের পাশে বড়বড় সব গাছ কেটে ফেলেছে। টানেল নির্মাণ হচ্ছে। ব্যাপক হারে ধস নামছে ভূমি কম্প হচ্ছে।  তাতে পরোয়া নেই  সরকারের।গাছ লাগানো নয় গাছ কাটা চলবেই। ঘটা করে বৃক্ষ রোপণ উৎসব হয়। পেপারে ছবি   , টিভিতে খবর । অনুষ্ঠানের পর দিন থেকেই রোপণ করা গাছ শুকতে শুরু করে যত্ন নেবার কেউ নেই। , মাসখানেকের মধ্যে ৯০ শতাংশ গাছ মরে যায়। সরকারের লাখ লাখ টাকা নস্ট হয়। সরকার নির্বিকার উদাসীন। মানুষ ও নির্বিকার উদাসীন। বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে ভাবেনা।এক ফোঁটা জল বিন্দু সাগর গড়ে।আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিণ অসমে বন্যা চলছে  অসমের শিলচর শহর আবার ডুববে নিকাশি ব্যবস্থা নেই বাঁধ ভেঙে বন্যার জল ঢুকছে। বরাক  কুশিয়ারা ফুঁসছে। দিসপুর গুরুত্ত দেয়না।। জলবায়ু পরিবর্তন ভারসাম্য নষ্ট হয়ে গেছে।   নির্বাচনে ফল ঘোষণার ১জুন প্রবল বৃষ্টির  সম্ভাবনা রয়েছে।হাজার বৃষ্টি হলেও  গরমের মাত্রা বেড়ে চলেছে। আশার কথা কেরলে বর্ষা নামছে।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.