বিরুর বার্তা
সাহসী ক্রিকেট খেলো বীরুর বার্তা ভারতকে
আইপিএলের পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চ্যাম্পিয়ন হতে গেলে ভারতের কি করণীয়? এই প্রশ্নর জবাব দিয়েছেন দুই কিংবদন্তি ক্রিকেটার - বীরেন্দ্র সহবাগ এবং ব্রায়ান লারা।
সেই ২০১৩ সালের পরে আর আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। গত বার ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয়েছিল অষ্ট্রেলিয়ার কাছে। কী করলে এই ট্রফি-খরা কাটানো যায়? সহবাগের মন্ত্র, ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বিশ্বকাপ ফাইনালে চোখ বোলালে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। কেউ ভয়ডরহীন ক্রিকেট খেলেনি। বিশেষ করে ১১ থেকে ৪০ ওভারের মধ্যে। আমরা বোধ হয় একটা কী দু'টো চার মেরেছিলাম ওই সময়টায়।
কোন মন্তব্য নেই