Header Ads

দেশের বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির নগর ব্যাঙ্গালুরু কে কি জল হীন শহর বলে ঘোষণা করা হবে?

নয়া ঠাহর ,কোলকাতা  : চলতি এপ্রিল মাস থেকেই দেশের অধিকাংশ শহরে প্রচণ্ড জল কষ্ট শুরু হয়েছে। কোলকাতার পাশে গঙ্গা নদীর জলস্তর নেমে গেছে।কোলকাতা নগর বাসী প্রচণ্ড জল অপচয় করে বলে অভিযোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছ পরিবেশ ধংস হচ্ছে আগামী ২০৪০-৫০ সালের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ জল কষ্টে ভুগবে। ব্যাঙ্গালুরু শহর  গাছ কেটে আবাস নির্মাণ চলছে কোলকাতার মত। প্রায় ৩০০০ নলকূপ শুকিয়ে গেছে প্রায় ৪০০০ জলাশয় শুকিয়ে গেছে।এক কোটি ৫০হাজার নগরবাসী এক বোতল জল কিনছে ৪০০-৫০০ টাকা দিয়ে।প্রতিদিন ২০০ কোটি লিটার জলের প্রয়োজন। পরিবেশে প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াই চলছে। প্রকৃতি তার প্রতিশোধ নেবেই। নেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.