Header Ads

বালির ঝড় রেমাল আছড়ে পড়বে বাংলা অসমে

রেমাল নিয়ে বৈঠক রেলে বিমানবন্দরে

ঘূর্ণিঝড় রেমালের  আছড়ে পাহার আশঙ্কায় আপংকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সেরে রাখছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শুক্রবার শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক ড নিগমনে নেতৃত্বে বিভিন্ন বিভাগের শীর্ষ  আধিকারিদের নিয়ে একটি জরুরী বৈঠক হয়। তবে দূরপাল্লার ট্রেন বাতিলের এখনও কোনও খবর নেই। শুধু বিশেষ পরিস্থিতিতে কিছু ট্রেন বাতিল হতে পারে বলে রেল সূত্রে ইঙ্গিত মিলেছে। এই কারণে এই দিন কলকাতা বিমানবন্দরেও জরুরি বৈঠক করেন বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভি। সেখানে উপস্থিতি বিমানবন্দরের আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মাঝরাতে আছড়ে পড়তে পারে রেমাল। তখন হাওয়ার গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তাতে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটতে পারে।  আজ শনিবার বিকালে আবার বৈঠক হওয়ার কথা।
  এ দিন রেল জানিয়েছে শনিবার রাত থেকেই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। ঝড়ে ওভারহেড তার ছিঁড়ে গেলে ঘটনাস্থলে পৌঁছতে শিয়ালদহ, রানাঘাট, বারুইপুর, বালিগঞ্জ, বারাসত, নৈহাটি, দমদম এবং সারগাছিতে, চালক-সহ ডিজেল ইঞ্জিন প্রস্তুত রাখা হচ্ছে। বিভিন্ন ব্রিজ, কনভার্ট, এবং বাঁধের মতো উঁচু জায়গায়, রেল লাইন বিশেষ নজরদারি চলবে। চালক এবং  গার্ডদেরও করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.