আমার বাংলা ভাষার সংকট
*আমার বাংলা ভাষা*
হে উনিশে মে তোমারে করি শরণ,
প্রতি এগারো জন শহীদকে করিয়া বরণ।
সেই ১৯৬১ তে আততায়ির গুলিতে-
তরতাজা প্রাণ গুলো লুটায়েছিল ধুলিতে।
যার ফলে বাংলাভাষা কাছাড়ে-
সিকৃত পেয়েছিল অটুট নিনড়ে।
বঙ্গমায়ের বীর সেনানীয় আশা
আমার(সবার) অন্তরের প্রিয় বাংলা ভাষা।
বেঁচে ছিল,আছে থাকবেও অটুট,
যত দিন বাঁচবে পৃথিবী ও মানবজাতির জোট।
তবে কখনও করি প্রশ্ন নিজেকেই নিজে,
সকল বাঙালিই এখন আছে যে ইংলিশে মজে?
নিজের ভাষার গুণরাশির ভাণ্ডার......
করিছে সকলে কেন মিছে প্রত্যাহার!
নিজ কুল সত্ব্যা সভ্যতার উপমা-
নিজ ভাষা ছাড়া জানা যায় কি কোন মহিমা!
তাই একান্তে মিনতী বিধাতারে-
সুমতি দিয়ে সুধরেনিও তব অবোধ সন্তানেরে।
ধরিত্রী দেব চৌধুরী (চন্দনা)
কোন মন্তব্য নেই