Header Ads

৩০ আসন পেলে তৃনমূল ভেঙে যাবে : অমিত শাহ

বিজেপি ৩০ পেলে ভেঙে যাবে তৃণমূল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চম দফার ভোটের দিনই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করে গিয়েছিলেন 'ইন্ডিয়া মঞ্চের পরাজয়ের প্রহর গোনা আরও এগিয়ে গিয়েছে এবং তৃতীয় বারের জন্য দেশে বিজেপির সরকার গড়া নিশ্চিত‌। এ বার ষষ্ঠ দফার ভোটের প্রচারে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমির শাহ দাবি করলেন পাঁচ দফাতেই ৩১০ আসন জিতে মোদী ফের সরকার গড়ে ফেলেছেন। 
  পূর্ব মেদিনীপুরে বুধবারের সভায় শাহ বলেন পাঁচ দফা লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে। ফলাফল কী হয়েছে, জানেন? তা হলে জেনে রাখুন মোদীজি ৫ দফায় ৩১০ আসন পেয়ে গিয়েছেন। মমতা দিদির ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে, এ রাজ্যেও বিজেপির দারুন ফল হবে ও তার পরেই তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে বলেও এ দিন দাবি করেছেন শহর। তাঁর বক্তব্য বাংলার মানুষ জেনে রাখুন এই বার অন্তত পক্ষে ৩০ আসন পেতে চলেছেন মোদীজি। যদি ৩০ আসন পাই তা হলে তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা দিদির সরকারের বিদায় আসন্ন। প্রসঙ্গত এর আগে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারেও শাহ বলেছিলেন  তাঁরা কোনও নির্বাচিত ন সরকার ভাঙতে চান না। কিন্তু বাংলায় বিজেপি ৩০-এর কাছাকাছি আসল পেলে তৃণমূল নিজে থেকেই ভেঙে পড়বে। এ বার নির্বাচনী সভাতেও সেই দাবি শোনা গেল শাহের মুখে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.