Header Ads

কুড়ির বিশ্ব কাপের জার্সি উন্মোচন

কুড়ির বিশ্বকাপের জার্সি উন্নোচন 


আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে থেকে আসল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কী জার্সি পরে খেলবে গত ৬ ই মে প্রকাশ করেছিল প্রস্ততকারক সংস্থা। সোমবার আহমেদাবাদে নরেন্দ্র মোদির স্টেডিয়ামে অনুষ্ঠানিক ভাবে সেই জার্সি উন্নোচণ করেছিলে অধিকায়ণ রোহিত শর্মা এবং বোর্ড সচিব জয় শাহ।
    সমাজমাধ্যমে  বোর্ডের    দেওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে নতুন এই জার্সির কলারে রয়েছে ভারতের জাতীয় পতাকার রং। ৪৫ নম্বর জার্সি পরে খেলবেন রোহিত। সোমবার সেই জার্সিতে স্বাক্ষর করছেন ভারত অধিনায়ক। লেখা হয়েছে আমাদের প্রিয় দলের নতুন রঙে স্বাগত জানানোর সময় এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.