দিল্লিতে ১৬৪তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন
নয়া ঠাহর প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লিতে সম্প্রতি মপ্রেসারিও ইন্ডিয়া আয়োজিত ১৬৪ তম রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গানের তরী পরিবেশন করে রবীন্দ্র নৃত্যনাট্য - শাপমোচন। রবিবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে প্রতিভাবান শিল্পী তৃণা ভট্টাচার্য পরিচালনায় নৃত্যনাট্যটি দিল্লির সিডি দেশমুখ অডিটোরিয়ামে উপস্থিত দর্শকরা বেশ তারিফ করেন। দিল্লির সুপরিচিত শিল্পী অনিরুদ্ধ চৌধুরীর সঙ্গীত পরিচালনায় তবলায় অসীম দাস এবং বাঁশিতে পঙ্কজ মিশ্রের অসাধারণ উপস্থাপনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। দিল্লির বিশিষ্ট নৃত্যশিল্পী অরুণাভ ধর অরুণেশ্বরের ভুমিকায়, কমলিকার ভুমিকায় দেবশ্রী সেন এবং বিশেষ ভুমিকায় সংযুক্তা গুহ ও শেষাদ্রী মিত্র ওবং অরুণাভ ধরের ছাত্র ছাত্রীর দ্বারা নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয়। অনিন্দিতা ভট্টাচার্য, সমর চক্রবর্তী, সৃষ্টি সেন, চন্দনা ব্যানার্জি, শুভ্রা মাইতি, নিলাশিষ ঘোষ দস্তিদার, প্রতিভা দাস, বর্ণালি সেন সংগীতে ও পাঠে অয়ন ব্যানার্জি, অনিন্দিতা শেঠ ছিলেন ভাষ্যপাঠে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গানের তরীর কর্নধার তৃণা ভট্টাচার্য। দিল্লির প্রবীণ সাংস্কৃতিক সংগঠক বিজন মুখার্জীর হাতে গড়া ইমপ্রেসেরিও ইন্ডিয়ার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান ইমপ্রেসেরিও ইন্ডিয়ার সম্পাদিকা অলকা মুখার্জী। অনুষ্ঠান উপভোগ করতে কানায় কানায় ভর্তি ছিলো প্রেক্ষাগৃহ।
কোন মন্তব্য নেই