প্রধানমন্ত্রী ভরতপুর তৃণমূল কংগ্রেের বিধায়ক হুমায়ন কবির কে আক্রমণ করলেন
নয়া ঠাহর ,কোলকাতা: মুর্শিদাবাদ জেলার ভরতপুর এর তৃণমূল বিধায়ক হুমায়ন কবির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ কে আক্রমণ করতে গিয়ে মুর্শিদাবাদ জেলার " ৭০ শতাংশ মুসলিম ৩০ শতাংশ হিন্দু উল্লেখ করে হুমকি দেন* না পারলে রাজনীতি ছেড়ে দেবো। পরিসংখ্যান তুলে হুংকার দিলেন মাত্র ২ঘণ্টার মধ্যে হিন্দুদের ভাগীরথী র জলে ভাসিয়ে দেবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এক সভায় কড়া সমালোচনা করে বলেন তৃণমূল বিধায়ক এর এত বড় সাহস হল কি করে? তাকে রীতি মত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন। মুর্শিদাবাদ জেলার শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেন।সব দুর্গা পুজোয় মুসলিম রা অংশ গ্রহন করেন সব পবিত্র ঈদ উৎসবে হিন্দুরা ভাগ নেন। বিষ বাষ্প ছড়ায় না। তৃনমূল বিধায়ক শান্তির পরিবেশের মাঝে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াচ্ছেন। সব মহলে নিন্দার ঝড় উঠেছে।
কোন মন্তব্য নেই