রাজ্যে প্রতি ব্লক কাপড়ের দোকান দেবে সরকার : মমতা
রাজ্যে প্রতি ব্লকে শাড়ি দোকান ঘোষণা মমতার
রাজ্যের প্রতিটি ব্লকে বাংলার শাড়ির দোকান খুলবে বলে অধ্যুষিত দক্ষিণ নদীয়ার গিয়ে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার রানাঘাট ও বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে বীরনগরে জনসভা করতে গিয়ে মমতা বলেন আমি যে শাড়িটা পড়ি মিটিং করছি এটা কিন্তু শান্তিপুরের শাড়ি। আমি যত ডিজাইন বানায় আর বানিয়ে তৈরি করতে দিই এখানে। ধনেখালিকেও কিছুটা দিই। আবার চাকদাহের জনসভায় তিনি বলেন তাঁতিদের জন্য তাঁত সাথী প্রকল্প হয়েছে।
আমি তো ঠিক করেছি রাজ্যের সব ব্লকে একটা করে বাংলার শাড়ির দোকান খুলব। তাঁতিদের হাতে গড়া শাড়ি সেখানে বিক্রি হবে। যদি কেউ ফ্র্যাঞ্চাইসি নিতে চান আমার কোনও আপত্তি নেই।
গত লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ নদীয়ায় এক দিকে যেমন মহুয়া ও নমঃশূদ্বদের প্রতি বার্তা দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী। অন্য দিকে অন্যতম বিপণনযোগ্য পণ্য তাঁতশিল্পের উপরে জোর দিয়েছেন। ঘটনাচক্রে রানাঘাট কেন্দ্রীয় সাতটি বিধানসভার মধ্যে যে দুটি বর্তমান তৃণমূলের হাতে আছে আর সেই শক্তিপুর ও নবদ্বীপে বেশি করে তাঁতশিল্পী অধ্যুষিত। মমতা এ দিন বলেন আপনাদের এখানে অনেক বিখ্যাত শাড়ির দোকান আছে। চারিদিকে তাঁতিদের রমরমা। শান্তিপুরের শাড়ি আপনাদের তাঁতের শাড়ি।
কোন মন্তব্য নেই