কলকাতা তে প্রধান মন্ত্রী -, মুখ্য মন্ত্রী রোড শো মমতা বলেন প্রধানমন্ত্রীর তো আর সাতদিন মেয়াদ
নয়া ঠাহর ,কোলকাতা :,, নির্বাচনি প্রচারে র শেষ পর্বে প্রধানমন্ত্রী - মুখ্য মন্ত্রী র রোড শো কোলকাতায়। প্রধানমন্ত্রী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত বাড়ি সিমলা থেকে শ্যাম বাজার নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত রোড শোয়ে অংশ গ্রহন করেন। তিনি বলেন বঙ্গে সবচেয়ে বেশী ভোট পাবে বিজেপি। মুসলিম জনগোষ্ঠীর ৭০ টি বেশী ওবিসি জনগোষ্ঠী কে তপ সিল ভুক্ত করার ক্ষেত্রে কোলকাতা হাই কোর্ট আপত্তি জানিয়েছেন বলে প্রধানমন্ত্রী দাবী করেন।তারপরেও নিয়ম বহির্ভূতভাবে ওবিসি ভুক্ত করা হয়েছে। পি এম বলেন মুখ্য মন্ত্রী হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন টি এম সি এ বিধায়ক হিন্দুদের বিরূদ্ধে বলেছেন মুর্শিদাবাদ জেলার ৭০ শতাংশ মুসলিম ৩০ শতাংশ হিন্দু তাদের ভাগীরথী নদীতে ডুবিয়ে দেবো।মাত্র দুঘন্টা সময় লাগবে।এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দিদি রামকৃষ্ণ আশ্রম ভারত সেবাশ্রম ইসকন এর মত আধ্যাতিক হিন্দু সংস্থা কে অপমান করছেন। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এন্টালি বিরাটি অঞ্চলে রোড শো করেন। এবিপি আনন্দ প্রধান সুমন প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে সাক্ষাৎকার নেন।সেখানেও প্রধানমন্ত্রী রামকৃষ্ণ আশ্রম সহ হিন্দু সংগঠন গুলকে আক্রমণের নি ন্দা করেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবীন্দ্র নাথের বাঙলা কবিতা উল্লেখ করে বাংলাতে বলেন "বাংলার মাটি বাংলার জল পূর্ন হোক পূর্ন হোক হে ভগবান"। তিনি তৃনমূল কংগ্রেসের ১৭হাজার কোটি টাকার দূর্নীতি র কথা বলেন। আশ্বাস দেন টাকা ফিরিয়ে দেবেন।বলেন যে ঘুষ নিয়েছে তার থেকে আদায় করে যার কাছ থেকে নিয়েছে তাকে ফেরত দিয়ে দেবো। বলেন সিপিএম কে ভোট দিলে তৃনমূল খাতায় চলে যাচ্ছে।।প্রধানমন্ত্রীর এই ছিল নতুন গ্যারান্টি। মমতা বলেন আমি ঘুষ খাইনা ঘুষ খেতেও দেবো না। বলেন মোদী দেশ কে বিক্রি করে দিয়েছেন। তিনি আর কী ফেরৎ দেবেন? প্রধানমন্ত্রী মোদী তো আর সাতদিন আছে তার পর? মমতার অভিযোগ মোদী দেশ বিক্রি করেছেন ,সংবিধান বিক্রি করে দিয়েছেন। মোদী আর সাতদিনের বেশী প্রধাণমন্ত্রী থাকবেন না বলে মমতার অভিযোগ প্রসঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন মমতার অতিরিক্ত অহং বোধ। যা খুশি বলছেন। প্রধাণমন্ত্রী পশ্চিমবঙ্গে ৪২ জন প্রার্থীর জেতার লক্ষ্যে ২৪ টি সভা করেছেন।আজ কাকদ্বীপ জনসভা।
কোন মন্তব্য নেই