ভাঙ্গাবাসীর তরফ থেকে সম্বর্ধনা প্রদান
*ভাঙ্গাবাসীর তরফ থেকে বদরপুরের সংবর্ধনা প্রদান S.D.R.F. বাহিনীকে !*
*নয়াঠাহর প্রতিবেদন, বদরপুর:*
অসম সরকারের ইমারজেন্সি সার্ভিস বিভাগের বদরপুর শাখার ভূয়োসী প্রসংশা করেন সমাজ কর্মী মুন্নী ছেত্রী এবং বিধূ ভূষন দত্ত।
সম্প্রতি ভয়াবহ শীলাবৃষ্টি সহ ঘূর্ণিঝড়ে গোটা বরাক উপত্যকা এক বিরট ক্ষতির সম্মুখীন হয় বিগত দিনগুলিতে।
এর মধ্যে বিশেষ করে করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
ঠিক তখন প্রবল ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মক ভাবে বিপদে পড়ে ভাঙ্গা এলাকার মাছলী জিপি।
রাতের অন্ধকারে প্রবল ঘুর্ণিঝড়ের কারণে কারেন্টের খূঁটিসহ মানুষের ঘরে ভেঙ্গে পড়ে বিশাল আকারের গাছগাছালিও।
ভেঙ্গে পড়া গাছ কারেন্টের খূঁটি তারের কারণে মাছলী জিপির রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
এই ঘটনার খবর পেয়ে তড়িৎ সক্রিয় ভাবে মাঠে S.D.R.F বাহিনী নামে।
এবং খুব তাড়াতাড়ি রাস্তাঘাট অবরোধ মুক্ত করে জন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় SDRF বাহিনী।
বিপদের দিনে তাদের এমন কর্ম তৎপরতা এবং সক্রিয় মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বদরপুরে ফায়ার সার্ভিসের অফিসে এসে সমস্ত ভাঙ্গাবাসীর তরফ থেকে সমাজ কর্মী মুন্নী ছেত্রী এবং নন্দপুরের বিশিষ্ট ব্যক্তি বিধূ ভূষন দত্ত তাদের সংবর্ধনা প্রদান করেন।
এবং তৎসঙ্গে এদিন অসম সরকারের ইমারজেন্সি সার্ভিসের জন্য কাজ করা বদরপুর শাখার ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাদের ভূয়োসী প্রসংশা করেন উনারা এই খবরটি বিশেষ সূত্রে পাওয়া যায়।
কোন মন্তব্য নেই