বৃক্ষ আচ্ছাদন কমছে, সাগর রক্ষার লাখ লাখ ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা হচ্ছে, ২৩লাখ বৃক্ষ আচ্ছাদন লোপ
অমল গুপ্ত ,কোলকাতা : বুনো ম্যানগ্রোভ গাছ দড়ির জালের মত শিকড় মাটিকে ধরে রাখে হালকা হতে দেয় না।সেই নদনদী সুমদ্র তীরবর্তী লাখ লাখ ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা হচ্ছে।সবুজ আচ্ছাদন অভাবে সামুদ্রিক জীবজন্তু রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গ্লোবাল ফরেস্ট ওয়াচ যারা বিস্বের অরণ্য সম্পদের উপর নজর রাখে। জানিয়েছে ২০২০ সাল থেকে এই পর্যন্ত ২৩ লক্ষ হেক্টর বৃক্ষ আচ্ছাদন খোয়া গেছে।২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তর পূর্বের ৫টি রাজ্য র ৬০শতাংশ সবুজ আচ্ছাদন হ্রাস পেয়েছে। উত্তর পূর্বের মনিপুর আসাম ,মিজোরাম , অরুণাচল প্রদেশ , এবং নাগাল্যান্ড।এই উদ্বেগ জনক প্রতিবেদন পেয়ে জাতীয় সবুজ আদালত ভারত সরকারকে নোটিশ পাঠিয়েছে। ভারত অরণ্য সংরক্ষণ আইন ১৯৮০,,১৯৮১ সালের বায়ু দুষণ আইন লঙ্ঘন করেছে। জলবায়ু পরিবর্তন ভারতে বিরূপ প্রভাব পড়েছে ঘনঘন সামুদ্রিক ঘূর্ণি ঝড় প্রতিরোধ করার ব্যপক জঙ্গল ধংস হয়েছে। পশ্চিমবঙ্গে গত ১০ বছরে প্রায় ৫,,হাজার পুকুর ভরাট করা গাছ কাটার হিসাব করা যাবেনা।একই চিত্র ভারতে রাষ্ট্রীয় প্রকল্প নির্মাণের নামে লাখ লাখ গাছ কাটা হয়েছে। কোনো নিয়ন্ত্রণ নেই।
কোন মন্তব্য নেই