Header Ads

নির্বাচনি প্রচারে পরিবেশের সমস্যা নেই

প্রচারে নেই পরিবেশের কথা আফসোস কর্মীদের

 মৌমিতা দাস।  কান্দি   :দু' দফায় শেষ হয়েছে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর নির্বাচনের প্রচারে ঝড় তুলেছিল রাজনৈতিকগুলি। নানা ইস্যুকে সামনে রেখে তাঁরা প্রচার করলেও বাদ পড়ে গিয়েছে পরিবেশ রক্ষার কথা। পরিবেশ নিয়ে কাজ করা লোকজনেরা বলছেন মানুষ সচেতন নন। যার জেরে খাল, বিল, পুকুর জলাশয়ের ওপরে যেমন কোপ পড়েছে তেমনই গাছপালা লাগানোর পরিবর্তে কেটে পরিষ্কার করা দেওয়া হচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষের যেমন ভূমিকা রয়েছে তেমনই রাজনৈতিক দল সরকারেরও ভূমিকা রয়েছে। অথচ নির্বাচনের সময়ও রাজনৈতিক দলগুলি যে সব বিষয়ে নিরব থেকেছে। সাধারণ মানুষের  রুটিরুজির কথা বলা হলেও পরিবেশে সুরক্ষার কথা বলা হয়নি বলে অভিযোগ উঠেছে। পরিবেশের সুরক্ষা নিয়ে কোনও কথা ভোটের প্রচার পূর্বে শোনা যায়নি বলে হতাশ পরিবেশকর্মীরা। 
    গত ২২ এপ্রিল পালিত হয়েছে পৃথিবী দিবস। আবার আগামী ৫  জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এ সবের মাঝে দেশে লোকসভা নির্বাচন হচ্ছে। মুর্শিদাবাদের ভোটপূর্বে প্রচারে উঠে আসুক পরিবেশ সুরক্ষার কথা এমনই দাবী তুলেছিল পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.