Header Ads

মাধ্যমিক ফল প্রকাশ কোচবিহারের রাম ভোলা স্কুল এর চন্দ্র চুর সেন প্রথম, পুরুলিয়া সাম্য় প্রিয় গুরু দ্বিতীয় , তৃতীয় বালুরঘাট এ উদয়ন প্রসাদ

নয়া ঠাহর,কোলকাতা : রাজ্যে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হল আজ। ৫৭ জন প্রথম দশ জনের  রাঙ্ক পেয়েছেন।  ৯ লাখ  ২৩ হাজার  পরীক্ষা দিয়েছেন। পাশের হার ৮৬,৩০ শতাংশ।  প্রথম স্থান লাভ করেছেন কোচবিহারের  চন্দ্র চুর সেন।  দ্বিতীয় পুরুলিয়া  সাম্ম প্রিয় গুরু,  তৃতীয়  বালুরঘাট।উদয়ন প্রসাদ। কালিম্পং জেলা সর্বোচ্চ নাম্বার পেয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.