আবার শিলচরে বন্যার আশঙ্খা ,১৪৪জারি প্রশাসনে করিমগঞ্জ, হাইলকান্দি, শিলচর প্লাবিত রেল যোগাযোগ বন্ধ
নয়া ঠাহর, শিলচর: বরাক এর প্রধান শহর শিলচর ডুবেছিল আবার ডোবার আশঙ্খা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। জেলা কর্তৃপক্ষ ১৪৪ ধারা জারী করেছে। যারা বাঁধ কেটে দেবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহনের জন্যে ১৪৪ধারা জারী করা হয়েছে।করিমগঞ্জ, শিলচর ,হাইলা কান্দি এই তিন জেলায় বন্যার প্রকোপ শুরু হয়েছে। সরকারি ব্যবস্থা অপ্রতুল বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত বন্যার সময় নৌকা তে চড়ে বন্যা দুর্গতদের খবর নিতে দেখা গিয়েছিল ।রাজনতিকভাবে শিলচর শহর কে দুর্বল করে দেওয়া হয়েছে। বিজেপি নেতা মন্ত্রীদের ক্ষমতা সীমিত , শিলচর শহরের পরিকাঠামো নেই।নতুন ভাবে গড়ে তোলার সৎ ইচ্ছা দিশপুরের আছে কি? শাসক বিজেপি দলকে জেতাতে বরাক এর নেতা মন্ত্রীদের থেকে একাংশ সংবাদ মাধ্যম বেশী আগ্রহ দেখিয়েছে। বিজেপি ,কংগ্রেস ,ইউ ডি ইফে র জনপ্রতিনিধিরা একজোট হয়ে যদি সৎ ভাবে বরাকের উন্নয়নে কাজ করত, একাংশ সাংবাদিক রা যদি পেড নিউজ করা থেকে বিরত থাকতো তবে দিস পূর বরাক কে অবহেলা করার গুরুত্বহীন করার সাহস দেখাতে পারত না। আজ শিলচরে বিপদের দিনে পাশে কেউ নেই। বিজেপি যদি জেতে তবে শক্তিশালী কেউ আসবে না।। বিগত কংগ্রেস, এজিপি রাজত্বে বরাক এর নেতা মন্ত্রীরা যে হারে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে সেই টাকায় শিলচরে সব নদী বাঁধ পাঁকা করা যাবে বলে শিলচরে এক রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করেন।। রাজনীতিক ভাবে দুর্বল স্থিতির শিলচর কে বাঁচাতে কি আর কি মুখ্যমন্ত্রী নৌকায় চড়ে বন্যা দুর্গতদের খবর নেবেন? বরাক এর রেল লাইন a বন্যার জল ঢুকেছে হাফলং জাতিঙ্গা টানেল জল ঢুকেছে। অনিশ্চিত ট্রেন সফর। রেল বিভাগে ব্যাপক দূর্নীতি, লাইন নির্মাণে ব্যাপক কারচুপি টানেল কারচুপি নিয়ে তদন্তের দাবী তুলেছে বরাকের বিভিন্ন সংগঠন। আগরতলা শিলচর লাইন কবে চালু হবে? মন্ত্রী পীযূষ হাজরিকা বরাক সফরে ।আজ জানান ভেঙে যাওয়া সব বাঁধ ১৫দিনের মধ্যে মেরামত করা হবে। সত্যিই কি ১৫দিনের মধ্যে বাঁধ মেরামত হবে? জটিঙ্গা হ্যাফলং রেল ট্যানেল মধ্যে বন্যায় জল ঢুকেছে। ব্যাপক ধস নেমেছে। রেল কবে চালু হবে?রাজ্যের ৯টি জেলা প্লাবিত। শিলচর শহর প্লাবিত কেরোসিন তেল ঔষধ এর তীব্র অভাব। গত বন্যার মত শহরবাসী বিপর্যস্ত অসহায় , ।
কোন মন্তব্য নেই