Header Ads

শাক সবজির বাজারে আগুন লেগেছে

আনাজের দামে আগুন ঝরছে

ভরা গ্রীষ্মেও আনাজের দামে আগুন। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। কৃষি দফতরের কর্তাদের দাবি, তীব্র গরমের কারণে গ্রীষ্মকালীন যে সমস্ত আনাজ উৎপাদন হয় তার উৎপাদন এক ধাক্কায় তলানিতে ঠেকেছে। আনাজের  আকালে নাগালের বাইরে চলে গিয়েছে আনাজের দাম। নাজেহাল সাধারণ মানুষ। প্রয়োজনের তুলনায় আনাজ আমিল তাই কিছুটা হলেও চড়া দাম আনাজের এমনটাই দাবি ব্যবসায়ীদের। 
    নিয়মিত ভাবেই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে আনাজপাতির দাম। কার্যত তা আকাশছোঁয়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ফলে গৃহস্থালি কিছুটা হলেও বিপাকে পড়েছেন। গত শীতকালে আনাজপাতির দাম নাগালের মধ্যে ছিল না। শীত পার হতেই বাজারে আনাজের আকাল দেখা গিয়েছে। এখনও বাজারে শীতকালীন আনাজ মিলেছে কোথাও কোথাও। গ্রীষ্মকালীন আনাজ যেমন পটল ৪০ টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শ ৩০ টাকা কেজি, করলা ৫০ টাকা কেজি, এঁচড় ৪০ টাকা কেজি। শীতকালীন অনাজ যেমন ফুলকপি, বাঁধাকপির দাম বেশি চড়া। বাঁধাকপি ৪০ টাকা কেজি। ফুলকপি একটি ৪৫ টাকায় বিকোচ্ছে। এর মধ্যে কাঁচা কুমড়ো ২০ টাকা, ঝিঙে ৩০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ২৫  টাকা কেজি আর কাঁচালঙ্কা ১০০ টাকা কেজি, আদা ২০০ টাকা কেজি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.